আপনার ফেসবুক আইডি কেউ হ্যাক করেনিতো?

আপনার ফেসবুক আইডি কেউ হ্যাক করেনিতো?

facebook log in device check

আপনি যখন আপনার অতি প্রিয় ফেসবুক একাউন্ট খুলেছেন তখন ইমেইল বা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েছেন। আপনার ফেসবুক আইডি সুরক্ষিত রাখতে এবং হ্যাক হওয়া থেকে বাচাতে নিশ্চই খুব শক্তিশালী পাসওয়ার্ড দিয়েছেন। কিন্তু তারপরেও আপনার ফেসবুক আইডি কতটা সংরক্ষিত সে কথা চিন্তা করেছেন? শক্তিশালী পাসওয়ার্ড এবং Two Factor Authentication চালু রাখার পরেও ফেসবুক একাউন্ট হ্যাক হয়ে যায়।


আরও পড়ুনঃ ফেসবুক প্রোফাইল ভেরিফাই করবেন যেভাবে



Two factor Authentication কি এবং কিভাবে চালু করে আপনার ফেসবুক আইডি সংরক্ষিত রাখবেন জানতে এখানে ক্লিক করুনঃ Click Here


আরও পড়ুনঃ মেসেঞ্জার চ্যাট লিষ্ট লুকাবেন যেভাবে

আবার এমনও হ্যাকার বা দুষ্ট ব্যাক্তি আছে যারা একাউন্ট হ্যাক করে ঠিকি তবে আপনার গতিবিধি লক্ষ্য রাখার জন্য। তারা আপনার প্রোফাইলের ব্যাক্তিগত তথ্য হাতিয়ে নেয়। আপনি কার সাথে নিয়মিত মেসেজ করে কি মেসেজ করে এগুলু দেখা বা জানার জন্য এবং আপনাকে ব্ল্যাকমেইল করার জন্য। তাই আপনার উচিৎ প্রতিনিয়ত একাউন্টের নিরাপত্তার দিকে খেয়াল রাখা। আপনার মোবাইলের পাশাপাশি অন্যকেউ আপনার ফেসবুক একাউন্ট লুকিয়ে হ্যাক করে নজরদারি করছে কিনা তার খোজ রাখা।



আরও পড়ুনঃ ফেসবুক আইডির ইমেইল পরিবর্তন করার নিয়ম



আসুন দেখি কিভাবে বুঝবেন কেউ আপনার ফেসবুক একাউন্ট হ্যাক করে গোপনে ব্যবহার করছে কিনা।

>প্রথমে আপনার ফেসবুক একাউন্টে Log in করুন।

> এবার ডান পাশে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করুন।

> ক্লিক করার পর নিচে স্ক্রোল করে Settings & Privacy তে ক্লিক করে সেখান থেকে Settings এ ক্লিক করুন।

> তারপর Security অপশন থেকে Security & login এ ক্লিক করুন।

> এবার এখানে Where You're logged in অপশন পাবেন। এখানে দেখাবে আপনার ফেসবুক একাউন্ট আপনার মোবাইল ছাড় অন্য কোন Device এ Login করা আছে কি না।



আরও পড়ুনঃ যেকোন সময় ফেসবুক আইডির নাম পরিবর্তন করুন



যদি আপনি নিজে একাধিক Device এ login করে থাকেন তাহলে আপনার জানার কথা। কিন্তু যদি এমন কোন মোবাইলের বা কম্পিউটারের নাম দেখায় যেখানে কখনই login করেন নি তাহলে সাথে সাথে সেই Device থেকে log out করে ফেলুন।

শুধু Log out করলে হবে না। আপনার ফেসবুকের পাসওয়ার্ড দ্রুত পরিবর্তন করুন।


Follow:

Facebook-1: A.K.M. Mostafizur Rahman 

Facebook-2: Emon Bhuiyan

Facebook Page: Android Teacher


YouTube  Channel:

Channel-1: Android Teacher

Channel-2: Jana Ojana

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

নামহীন বলেছেন…
Tnx