স্মার্টফোন সম্পর্কে ৫টি সতর্ক বার্তা

স্মার্টফোন সম্পর্কে ৫টি সতর্ক বার্তা

Smartphone uses pre-causion: প্রযুক্তি যত উন্নত হচ্ছে আমাদের জীবন যাপন ততটা সহজ হচ্ছে। একদিকে যেমন জীবন যাত্রা, যোগাযোগ অনেক সহজ হচ্ছে আরেল দিকে এই প্রযুক্তি আমাদের জন্য নানা বিপদ ডেকে আনে। প্রযুক্তির এক অনন্য আবিষ্কার মোবাইলে ফোন। যোগাযোগের এই অনন্য যন্ত্রটি সহজতর যোগাযোগ এবং বিশ্বকে আমাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে।

Smartphone tricks 2022


আজকে স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে এমন ৫ টি তথ্য দিবো যা আপনার অবশ্যই যানা উচিৎ। 

১) নতুন মোবাইল কেনার পরে আমাদের মোবাইলে মাঝে মাঝে আপডেট চায়। একটা স্মার্টফোন আপডেট করার জন্য ১-১.৫০ জিবির মত ইন্টারনেট খরচ হয়। আবার আপডেট দিতেও অনেক সময়ের প্রয়োজন। আর তাই মোবাইল আপডেট করার ক্ষেত্রে আমার তেমন গুরুত্ব দেই না। অথচ মোবাইল আপডেট করলে হ্যাক হওয়ায় সম্ভাবনা কে যায়। কারন প্রত্যেক আপডেটে মোবাইলের সিকিউরিটি আপডেট ক্ক্রা হয়ে থাকে। তাই আপনার মোবাইল আপডেট চেয়ে থাকলে এখনই আপডেট করে নিন।


২) আপনার মোবাইলের ব্যাটারি যদি দীর্ঘ দিন ভাল রাখতে চান তাহলে কখনই অন্য মোবাইলের চার্জার দিয়ে চার্জ করবেন না। যদি চার্জার হারিয়ে যায় তাহলে দোকান থেকে লোকাল চার্জার ব্যবহার করা উচিৎ না। এর ফলে মোবাইলের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাবে। তাই চার্জার হারিয়ে গেলে কোম্পানির শো-রোম থেকে অরিজিনিয়াল চার্জাফ কিনে ব্যবহার করবেন।


৩) আমরা যখন মোবাইলে ইন্টারনেট ব্যবহার করি তখন আমাদের মোবাইল বিভিন্ন অনলাইন সার্ভাএর সাথে যুক্ত থাকে। যার ফলে মোবাইলের CPU অনেক বেশি কাজ করে এবং মোবাইল দ্রুত গরম হয়ে যায়। ইন্টারনেট ব্যবহার করার সময় মোবাইল গরম হয়ে গেলে মোবালে থাকা ব্যাক-কাভার খুল্র ফেলুন। ব্যাক-কাভার থাকার কারনে মোবাইল তাপ ঠিক মত বের করতে পারে না।

৪) যত দিন যাবে স্মার্টফোন তত স্লো হতে থাকবে। তাই আপনি যদি চান আপনার প্রিয় মোবাইলটি স্লো না হয়ে যাক তাহলে সপ্তাহে অন্তত ১ বার হলে মোবাইল Restart করুন।


৫) আপনিকি জানেন আমাদের মোবাইলে এমন একটা সেটিং আছে যেটা অন করে রাখলে আমাদের মোবাইল খুব সহযে হ্যাক হয়ে যেতে পারে। Developer অপশনটা কখনই অযথা অন কফে রাখবেন না। তাহলে যেকোন সময় হ্যাকার খুব সহজে মোবাইল হ্যাক করে নিবে।

Follow me on:
Instagram: Youtube Explainer

Subscribe My YouTube channel:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ