Whatspp Two step Verification: আমরা যত প্রকার সোস্যাল মিডিয়া একাউন্ট ব্যবহার করি সবগুলু একাউন্ট খোলার সময় একাউন্টের নিরাপত্তার বিষয়টা আগে মাথায় রাখতে হবে। তা না হলে যেকোন সময় সেই একাউন্ট হ্যাক হয়ে যেতে পারে এবং অন্যের নিয়ন্ত্রনে চলে যেতে পারে। তাই যখনই কোন একাউন্ট খোলবেন। শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে অবশ্যই একাউন্ট খুলতে হবে। শক্তিশালী পাসওয়ার্ড দেয়ার পাশাপশি এখন প্রায় অনেক সোস্যাল মিডিয়া একাউন্টের নিরাপত্তা জোরদার করতে Two step verification নামে একটা অপশন আছে। আপনার একাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে এই Two step verification চালু করে রাখবেন।
আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপে নতুন ইমুজি রিয়েকশন
একইভাবে হোয়াটসঅ্যাপ এরও Two step verification অপশন আছে। আসুন দেখি Two step verification অন করলে কিভাবে আপনার একাউন্ট নিরাপদ রাখবেন।
হোয়াটসঅ্যাপে Two step verification চালু করলে প্রত্যেকবার একাউন্ট চালু করলে ছয় সংখ্যার কোড চাইবে। এছাড়া অন্যে কোন মোবাইলে আপনার মোবাইলে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খুলতে গেলে মানে হ্যাক করতে চাইলে ছয় সংখ্যার কোড চাইবে যা শুধু আপনার জানা থাকবে। অর্থাৎ মোবাইল থেকে কোড পেয়ে গেলেও ভেরিফিকেশন কোড শুধু আপনার জানা তাই হ্যাকও হওয়ার সম্ভাবনা নেই।
আরও পড়ুনঃ নাম্বার সেভ না করে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন যেভাবে।
কিভাবে Two step verification চালু করবেন?
- প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ একাউন্টে প্রবেশ করুন।
- এরপর Settings যান।
- Settings এ যাওয়ার পর Account এ প্রবেশ করুন।
- ৩ নাম্বার অপশনে Two step verification দেখতে পাবেন।
- এবার Enable এ ক্লিক করুন।
- ক্লিক করার পর ছয় সংখ্যার একটা কোড দিতে হবে।
- কোড দেয়ার পর ভেরিফিকেশন চালু হয়ে যাবে।
এখন থেকে আপনার একাউন্ট কখনই হ্যাক হবে না। তাই আপনার একাউন্ট নিরাপত্তার জন্য এখনই Two step verification চালু করে রাখুন।
1 মন্তব্যসমূহ