গত কয়েক মাস ধরে হোয়াটসঅ্যাপ তাদের ফিচারে বেস কিছু পরিবর্তন নিয়ে এসেছে। এবার যে পরিবর্তন এনেছে তা সত্যি খুব চমৎকার। আর এমন কিছু আপডেটের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা হয়তো অপেক্ষা করছিলো। আজকে হোয়াটসঅ্যাপের দুর্দান্ত সেই আপডেটের কথা জানাবো।
আরও পড়ুনঃ যেভাবে হোয়াটসঅ্যাপ -এ টু-ষ্টেপ ভেরিফিকেশন চালু করবেন
আমরা ফেসবুকে অন্যের পোষ্টে লাইক কমেন্ট করি। ফেসবুকের কোন পোষ্ট, ছবিতে লাইক দেয়ার পাশাপাশি ইমুজি দিয়ে রিয়েকশন দেয়া যায়। রিয়েকশনেট মাধ্যমে অই পোষ্টের প্রতি আমাদের কেমন কেমন অনুভূতি সেটা প্রকাশ করতে পারি। এছাড়া ফেসবুক মেসেঞ্জারেও যখন কারও সাথে চ্যাট করি তখন সেই মেসেজেও ইমুজির মাধ্যমে রিয়েকশন প্রকাশ করা যায়।
আরও পড়ুনঃ নাম্বার সেভ না করে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন যেভাবে।
কিন্তু কিছু দিন আগে পর্যন্ত হোয়াটসঅ্যাপে এই সুবিধা ছিলো না। এতো দিন পর meta company হোয়াটসঅ্যাপ মেজেসে রিয়েকশন দেয়ার পদ্ধতি চালু করেছে। হোয়াটসঅ্যাপে এখন কারো সাথে চ্যাট করার সময় মেজেসে ইমুজি রিয়েকশন দিতে পারবেন। আর মেসেজে ইমুজি রিয়েকশমের মাধ্যমে চ্যাটিং হবে আরও প্রানবন্ত।
0 মন্তব্যসমূহ