Facebook video ads: আমরা যখন ফেসবুক হোম ব্রাউস করি তখন বিভিন্ন প্রোডাক্ট, সার্ভিস বা সেবার Sponsor ads দেখতে পাই। এসব বিজ্ঞাপন ফেসবুক ব্যবহারকারীদের কাছে প্রোডাক্টের প্রমোশন হিসেবে কাজ করে। আমাদের ব্যবহৃত ইন্টারনেট আইডি থেকে যেসব জিনিস সার্চ করা হয় ফেসবুক বুঝতে পারে আর সে ধরনের প্রোডাক্ট বা সেবার বিজ্ঞাপন আমাদের ফেসবুক হোমে শো করায়। তবে বেশিরভাগ বিজ্ঞাপন অকেজো ও অপ্রয়োজনীয়। আর যেসব কোম্পানির বিজ্ঞাপন আপনার প্রয়োজন নেই চাইলে সে সব বিজ্ঞাপন Hide করে দিতে পারেন।
আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপ ইমুজি রিয়েকশন
চলুন দেখি কিভাবে ফেসবুকের বিজ্ঞাপন Hide করবেনঃ
১) প্রথমে আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করুন।
২) এরপর ফেসবুক হোম ব্রাউস করুন এবং Scroll করতে থাকুন।
৩) এবার আপনার সামনে যে পেজ এর বিজ্ঞাপন আসবে তার ডান পাশে থ্রি-লাইন মেনু (...) পাবেন। এই থি-লাইন মেনুতে ক্লিক করুন।
৪) ক্লিক করার পর কয়েকটা অপশন পাবেন এখানে Hide Ad অপশনে ক্লিক করুন।
৫) এবার Ad Hide করার কয়েকটা কারন চাইবে। এখান থেকে Irrelevant অপশন ক্লিক করুন।
৬) বিজ্ঞাপন Hide হয়ে যাবে। তবে এটা শুধু মাত্র একটা বিজ্ঞাপনের ক্ষেত্রে। তাহলে কিভাবে সব বিজ্ঞাপন শো করাবেন?
Hide ad এ ক্লিক করার পর নিচে দেখতে পাবেন Hide All Ads from...... লিখা আছে। এখানে ক্লিক করলে অই পেজ থেকে আর কোন বিজ্ঞাপন দেখাবে না।
আরও পড়ুনঃ ফেসবুক আইডির ইমেইল পরিবর্তন করার নিয়ম
এভাবে আপনি সকল সকল পেজের বিজ্ঞাপন Hide করে রাখতে পারবেন।
0 মন্তব্যসমূহ