ফেসবুক প্রোফাইলে নাম পরিবর্তন করার সঠিক নিয়ম

ফেসবুক প্রোফাইলে নাম পরিবর্তন করার সঠিক নিয়ম

Facebook Profile name change:ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমের শির্ষে থাকা অ্যাপ। একটি স্মার্টফোন আছে অথচ ফেসবুক প্রোফাইল নেই এমন মানুষ পাওয়ায় যাবে না। পরিবার আত্মীস্বজন, বন্ধুমহল সবার সাথে সুন্দর যোগাযোগ এবং সব সময় তাদের খোজ খবর রাখতে ফেসবুক খুব ভাল মাধ্যম। যে কেউ চাইলের নিজের জন্য একটা ফেসবুক একাউন্ট খুলে নিতে পারে। কারন শুধু মাত্র মোবাইল নাম্বার অথবা ইমেইল হলেই ফেসবুক আইডি খোলা যায়। আইডি খোলার সময় ভেরিফিকেশনের কোন সমস্যা না থাকায় সেকোন সময়, যেকোন নামে আইডি খোলা যায়।

আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপ ইমুজি রিয়েকশন

আর আমরা আইডি খোলার সময় নাম দেয়ার ক্ষেত্রে একটু দ্বিধায় থাকি। কারন নাম সেট করার জন্য তিনটা অপশন থাকে First name, Middle name এবং Surname।

আসুন দেখি কিভাবে সঠিক নিয়মে ফেসবুক আইডির নাম সেট করবেন অথবা পরিবর্তন করতে পারবেন।

আরও পড়ুনঃ ফেসবুক আইডির ইমেইল পরিবর্তন করার নিয়ম



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ