আপনার যদি ব্লগ/ওয়েসাইট থাকে তাহলে নিশ্চই প্রতিদিন পোষ্ট করেন। ভিসিটর যখন আপনার সাইটে ভিসিট করতে আসে তখন তারা তখনই আপনার সাইটে বেশিক্ষন থাকবে যদি আপনার সাইটে কোয়ালিটি সম্পন্ন পোষ্ট থাকে। শুধু তাই নয়, যে কারনে তারা সাইট ভিসিট করতে আসে, তাদের চাহিদা অবশ্যই পুরন হতে হবে। তা না হলে ভিসিটররা আপনার সাইটে বেশিক্ষন থাকবে না। কারন Google AdSense পেতে ভিসিটরদের Average visit time অনেক মূল্যবান। তাই সাইটে প্রতিদিন কত ভিসিটর আসছে, সাইটের ট্রাফিক সোর্স কি, তারা কতক্ষন আপনার সাইটে থাকছে সব সময় পর্যবেক্ষণ করতে হবে।
এখন আসুন দেখি কিভাবে আপনি পর্যবেক্ষণ করবেন আপনার সাইটে প্রতিদিন কি পরিমান ট্রাফিক আসছে। প্রথমেই বলে রাখি আপনার সাইট ব্লগ সাইট হোক বা ওয়ার্ডপ্রেস, সাইট অবশ্যই Google Analytics এর সাথে ক্সনেক্ট করে নিবেন।
আরও পড়ুনঃ ব্লগে এডসেন্স পেতে কি কি লাগে?
Google Analytics এ কানেক্ট করার পর Anlaytics ID ব্লগে সেট করতে হবে। এড করার পর ২৪ ঘন্টার মধ্যে আপনি আপনার ব্লগ সাইটের সকল Performance চ্যাক করতে পারবেন। এছাড়াও আপনার ব্লগ সাইটের Stats এ গিয়ে দেখতে পারবেন কত জন আপনার ব্লগে প্রতিদিন ভিসিট করছে। পাশাপাশি গত দিন, সপ্তাহ, মাস এবং ব্লগ ওপেন করার পর সর্বমোট কত ভিসিটর ব্লগ ভিসিট করেছে তা খুব সহজেই দেখতে পারবেন। আপনার কোন পোষ্ট এ সর্বোচ্চ ভিসিট হয়েছে ১ মাসে আপনার কোন পোষ্টে কতজন ভিসিটর আসছে তাও দেখতে পারবেন।
যদি আপনার সাইট wordpress এ হয় তাহলে Google Analytics এর performance এ গিয়ে Overview তে ক্লিক করার পর দেখতে পাবেন ভিসিটর সংখ্যা, পোষ্ট performance ভিসিটররা আপনার সাইটে কতক্ষন থাকে।
Google Analytics এ সাইট এড করার পর আপনি যখন দৈনিক আপনার সাইটের পারফর্মেন্স দেখবেন তখন সব অপশন নিয়ে একটু ঘাটাঘাটি করলে সব বুঝতে পারবেন।
0 মন্তব্যসমূহ