আমাদের প্রিয় ফেসবুক আইডি নষ্ট হয়ে যাক তা আমরা কোন ভাবেই চাইনা। আইডি বিভিন্ন কারনে আমাদের হাত ছাড়া হয়ে যেতে পারে। তবে আমাদের কিছু অজানা ভুলের কারনে নষ্ট হয় বা হারিয়ে ফেলি। আজকে আপনাদের সাথে এমন একটা ট্রিক্স শেয়ার করবো যা আপনাকে আপনার আইডি হারিয়ে যাওয়া থেকে বাচাবে।
আমরা নিশ্চই জানি, একটা ফেসবুক আইডি খোলার জন্য মোবাইল নাম্বার বা মেইল আইডি অবশ্যই লাগে। মেইল আইডি খোলার সময় আমরা অনেক গুলু তথ্য পূরন করি। এর প্রধান এবং গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে মেইল আইডির পাসওয়ার্ড। ফেসবুক একাউন্ট খোলার পর অসংখ্য ফেসবুক ব্যবহারকারী তাদের মেইল আইডি ও পাসওয়ার্ড নিয়ে খুব উদাসীন। ফেসবুক ব্যবহারের কয়েক মাস অতিবাহিত হলে মেইল আইডি এবং পাসওয়ার্ড ভুলে যায়। আর ঠিক এই একটা কারনে ফেসবুকে অনেক আইডি নিষ্ক্রিয় অবস্থায় পরে আছে। কারন তারা মেইল আইডি ভুলে যাওয়ার কারনে ফেসবুক আইডি রিকভার করতে পারেনা। যার ফলে আমাদের সখের ফেসবুক আইডি আমাদের কাছ থেকে চলে যায়। তাই যে মেইল আইডি দিয়ে আপনি ফেসবুক আইডি খুলেছেন সেই মেইল আইডি এবং পাসওয়ার্ড খুব যত্ন সহকারে সংগ্রহ করে রাখুন।
কিন্তু যদি কোনা ভাবে ফেসবুকে ব্যবহার করা মেইল আইডির পাসওয়ার্ড ভুলে যান এবং আপনার ফেসবুকে আইডিতে রিকভার জাতীয় কোন সমস্যা হয় তাহলেও আপনার আইডি রিকাভার করতে পারবেন।
আসলে ফেসবুক আইডি খোলার সময় মেইল আইডি এবং মোবাইল নাম্বার অবশ্যই দিতে হয়। কিন্তু একাউন্ট তৈরি হয়ে গেলে একই একাউন্টে একাধিক মেইল আইডি এবং মোবাইল নাম্বার এড করতে পারবেন। যদি আপনি আপনার ফেসবুক আইডিতে একাধিক নাম্বার এড করে ভেরিফাই করে রাখেন তাহলে পূর্বের নাম্বার হারিয়ে গেলেও পরবর্তীতে এড করা মোবাইলে নাম্বার দিয়ে ফেসবুক একাউন্ট রিকাভার করতে পারবেন।
ইমেইলের বেলায় ঠিক একই ঘটনা ঘটবে। আপনার প্রাইমারি ইমেইলের পাশাপাশি একটা সেকেন্ডারি ইমেইল এড করে রাখেল প্রাইমারি ইমেল নষ্ট হয়ে গেলেও সেকেন্ডারি ইমেইল দিয়ে আপনার প্রিয় ফেসবুক আইডি রিকভার করতে পারবেন।
তাই অবশ্যই আপবার ফেসবুক একাউন্টে ২টা মেইল আইডি এবং ২টা মোবাইল নাম্বার যুক্ত কিরে রাখুন। কিভাবে আপনার ফেসবুক একাউন্টে সেকেন্ডারি ইমেইল এড করবেন জানতে হলে ভিডিওটি দেখুন।
1 মন্তব্যসমূহ
এখন আমি মোবাইল নাম্বার ছাড়া ওই আইডি কি পাবো এমনি আমার মোবাইল নাম্বার মুখস্ত আছে