আর্টিকেলের শুরুতে সবার কাছে একটা অনুরোধ থাকবে, এই ট্রিক্স কোন বেয়াইনি কাজ বা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করবেন না।
আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের শেখাববো কিভাবে আপনি মোবাইল নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেইল আইডি খুলতে পারবেন। আপনি ইউটিউবে এমন হাজার হাজার ভিডিও পাবেন যে ভিডিওতে দেখানো হয় মোবাইল নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেইল খোলার উপায়। কিন্তু এই সব গুলু ভিডিও ফেক। ইউটিউবে ভিডিও দেখে আপনি কখনই আনলিমিটেড জিমেইল আইডি তৈরি করতে পারবেন না। কিন্তু আমি আপনাদের আজকে শিখিয়ে দিবো মোবাইল নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেইল খোলার প্রকৃয়া। এখন আপনি প্রশ্ন করতে পারেন আমার কাছে কি আলাদিনের চেড়াগ আছে নাকি যে আমি কিভাবে শিখাবো? হ্যাঁ, এমন কিছুই বলতে পারেন।
তাহলে চলুন সেই চেড়াগে ঘষা দেয়া যাক।
আমরা আমাদের মোবাইল বা কম্পিউটার দিয়ে যখন জিমেইল খুলতে চাই তখন সেই জিমেইল মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হয়। ভেরিফিকেশন ছাড়া কোন জিমেইল তৈরি করা যায় না। একাউন্ট খোলার সময় মোবাইল নাম্বার ভেরিফিকেশনের একটা ধাপ আসবে। মোবাইল নাম্বার দেয়া ছাড়া এই ধাপ অতিক্রম করা যায় না। তাহলে কিভাবে এই ধাপ অতিক্রম করবেন?
এর জন্য আপনাকে একটা VPN (Virtual Private Network) ব্যবহার করতে হবে। আমি আপনাকে দুইটা অ্যাপের কথ বলছি। আপনি এর যেকোন একটা ব্যবহার করতে পারেন। তবে এই দুইটা ছাড়া আর কোন VPN কাজ করবে কি না আমার জানা নেই।
1. Hide My IP - Fast, Unlimited VPN
আপনি প্লে-ষ্টোরে সার্চ করলে অ্যাপ দু'টি পেয়ে যাবেন। যেকোন একটা VPN ব্যবহার করলেই হবে। অ্যাপ Install করার পর VPN Connect করুন। এবার আপনার মোবাইলের Settings এ গিয়ে একাউন্ট এ যান। তার পর এড একাউন্টে গিয়ে Google একাউন্ট সিলেক্ট করুন। এবার একটা ইমেইল আইডি যেভাবে তৈরি করে সেভাবে অনুসরন করতে থাকুন। মোবাইল নাম্বার ভেরিফিকেশন করার ধাপে Skip অপশনে ক্লিক করুন।
এভাবে এখন থেকে আপনি আনলিমিটেড জিমেইল তৈরি করতে পারবেন। তবে এই ইমেইলগুলু আপনি কতদিন ব্যবহার করতে পারবেন তার কোন নিশ্চয়তা নেই। কারন এভাবে ইমেইল করার করার সময় কোন পাসওয়ার্ড চাইবে না। সে ক্ষেত্রে আপনার তৈরি করা ইমেইল কতটুকু সুরক্ষিত তার ব্যাপারে কোন নিচসইয়তা নেই।
এধনরনের ইমেইল প্রধানত ইউটিউবে সাবস্ক্রাইব বাড়ানো, মার্কেটিং করার জন্য তৈরি করা হয়ে থাকে। ইউটিউব চ্যানেল তৈরি করা, ফেসবুক আইডি তৈরি করা বা গুরুত্বপূর্ণ কোন কাজে এই ইমেইল ব্যবহার করবেন না। সে ক্ষেত্রে আপনার একাউন্টের নিরাপত্তা ঝুকি থাকবে।
⛔Warning⛔:
This channel does not provide any financial advice. All the information provided on this channel is for educational and informational purposes only. This channel does not guarantee you that you can make money online using this method shown in the video, Your degree of achievement in accomplishing the outcomes asserted in the video will require diligent work, aptitudes, learning, and experience. This channel strongly advised you to do your research before investing or joining any such platform.
I respect Google and I am a creator of YouTube My job is to warn people so this video was created to warn those who want to gain success by illegally marketing Gmail so that they can learn from this video Google is a big platform here This video gives full details on what kind of problems can be caused by cheating or cheating.
Follow:
Facebook-1: A.K.M. Mostafizur Rahman
Facebook-2: Emon Bhuiyan
Facebook Page: Android Teacher
YouTube Channel:
Channel-1: Android Teacher
Channel-2: Jana Ojana
Channel-3: Youtube Explainer
3 মন্তব্যসমূহ
Tar jonno ki korte hobe???