Whatsapp এ কিভাবে Offline দেখাবেন?

Whatsapp এ কিভাবে Offline দেখাবেন?

Whatsapp এ কিভাবে Offline দেখাবেন?




how to show whatsapp offline



আসসালামুআলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভাল আছেন। আজকের আর্টিকেলে সবাইকে জানাচ্ছি স্বাগতম। যদি আপনি আমার নিয়মিত পাঠক হয়ে থাকেন তাহলে আপনার প্রতি কৃতজ্ঞতা এবং নতুন হয়ে থাকলে অন্তর থেকে স্বাগতম।


তাহলে চলুন আজকের বিষয় নিয়ে কথা বলা যাক। আপনি যদি স্মার্টফোন ব্যবহারকারী হয়ে থাকেন নিশ্চই Whatsapp ব্যবহার করেন। Whatsapp দিয়ে আমরা খুব নিরাপদে যেকারো সাথে চ্যাট, অডিও-ভিডিও কলে কথা বলতে পারি। এছাড়াও ছবি, ভিডিও এবং সব ধরনের ফাইল Whatsapp এর মাধ্যমে শেয়ার করা যায়। আসলে যে যার চাহিদা এবং প্রয়োজন মত Whatsapp  ব্যবহার করে।





অপ্রিয় হলেও সত্যি যে, বেশিরভাগ মানুষ রাতের বেলা ইন্টারনেট বেশি ব্যবহার করে। ফেসবুক, মেসেঞ্জার, ইন্সট্রাগ্রাম, হোওয়াটসঅ্যাপ এর মাধ্যমে এক জন অন্য জনের সাথে চ্যাট করে বা কথা বলে। গভীর রাত পর্যন্ত অনলাইনে থাকলে অনেকেই চান না সোস্যাল মিডিয়াতে এতো রাতে আপনাকে কেউ অনলাইনে দেখুক। আর এজন্য আপনি চাচ্ছেন আপনার অনলাইন স্ট্যাটাস বন্ধ রাখতে। অর্থাৎ,  আপনি অনলাইনে থাকবেন কিন্তু আপনাকে সবাই অফলাইনে দেখবে এমন পদ্ধতি খুজতেছেন। তাই আজকে আমি আপনাদের বলবো কিভাবে হোওয়াটস অ্যাপ-এ অনলাইনের থাকলে কেউ আপনাকে অনলাইনে দেখবে না। মানে আপনাকে অফলাইনে দেখাবে।

আপনার  Whatsapp এর অনলাইন স্ট্যাটাস বন্ধ করে আপনাকে ৩টা সেটিংস করতে হবে।


নাম্বার-১

> সেটিংস করার জন্য প্রথমে আপনার whatsapp এপ্লিকেশনে প্রবেশ করুন।

> এরপর উপরে ডান পাশে থ্রি ডটে ক্লিক করে Setting এ প্রবেশ করুন।

> তারপর Account এ ক্লিক করুন

> এবার Last seen নামে একটা অপশন পেয়ে যাবেন। এই Last seen এ everyone এর পরিবর্তে Nobody করে দিন।





নাম্বার-২

Last Seen Nobody করার পর ৪ নাম্বার একটা অপশন পাবেন Status. এই Status এ ক্লিক করুন। এখানে Default হিসেবে My contact Select করা থাকবে। আপনি ৩ নাম্বার অপশন Only Share with select করবেন। এবার আপনার Whatsapp এর save করা কোন নাম্বার select করবেন না। না করে শুধু টিক মার্ক এ ক্লিক করে দিন।


নাম্বার-৩

Privacy তে আরও একটা অপশন আছে Read receipts. এই অপশনটা অফ করে দিন।

এখন থেকে আপনি ২৪ ঘন্টা অনলাইনে থাকলেও কেউ বুঝবে না আপনি অনলাইনে আছেন। কেউ আপনার Online Status দেখতে পাবে না। এখন চ্যাট বা কলে কথা বলুন নিশ্চিন্তে।





Follow:

Facebook: Emon Bhuiyan

Facebook Page: Android Teacher


YouTube  Channel:

Channel-1: Android Teacher

Channel-2: Jana Ojana

Channel-3: Youtube Explainer

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ