ব্লগ সাইটে কিভাবে google Translator যুক্ত করবেন?

ব্লগ সাইটে কিভাবে google Translator যুক্ত করবেন?

Google Translator, আপনি যত ধরনের Language Translator ব্যবহার করে থাকেন না কেনো Google Translator  এর সম পর্যায়ের কোন Translator পাবেন না। এ বিষয়ে আপনি নিশ্চই আমার সাথে একমত হবেন। Google Translator দিয়ে বিশ্বের কয়েকশ ভাষা খুব নির্ভুলভাবে Translator করা যায়। Google এর অনেক Paid service আছে। কিন্তু Translator হচ্ছে ফ্রি সার্ভিস। Google Translator আপনি কপিউটার থেকে শুরু করে মোবাইল অ্যাপ ভার্শনে পাবেন। শূধু তাই নয়, আপনি যদি কোন Chrome Browser  ব্যবহার করলে কোন সফটওয়ার ইন্সটল করা ছাড়াই যে কোন ওয়েব পেজ যেকোন ভাষায় Translator করতে পারবেন

How to add google translator in blogger


আপনি যেকোন ওয়েব পেজে গিয়ে মাউসের রাইট বাটক ক্লিক করুন। এরপর সেখানে Translator করার অপশন দেখতে পাবেন। তবে কিছু কিছু ব্রাউসারে Translator এর অপশনটা থাকে না। সে ক্ষেত্রে আপনার ব্লগ সাইট বা ওয়েবসাইটটি যদি বাংলায় হয়ে থাকে, তাহলে ভিসিটররা ইংলিশ Translator  করে পড়তে পারে না। ব্লগ সাইট তৈরি করার আগে ভিসিটরদের জন্য আগে ইউসার ফ্রেন্ডলি করে তুলতে হবে। যেকোন ভাষার ভিসিটর যেনো আপনার ব্লগ পোষ্ট পড়তে পারে। কিন্তু গুগল ক্রম ব্রাউসার ছাড় কোন ভিসিটর যদি আপনার ব্লগে ঘুরত্র আসে তাহলে তারা যাতে নিজেত ভাষায় ব্লগ পোষ্ট রুপান্তর করে পড়তে পারে, সেই ব্যবস্থা আপনার ব্লগে রাখতে হবে।

এর জন্য ব্লগার-এ গুগল ট্রান্সলেটর যুক্ত করা যায়। তাহলে সব ভিসিটররা আপনার ব্লগ পোষ্ট পড়তে পারেন। এতে করে কোম ভিসিটর ব্লগ থেকে চলে যাবে না। তাহলে চলুন দেখে নেই কিভাবে আপনি আপনার ব্লগ সাইটে Google Translator যুক্ত করবেন। মনে রাখবেন, Translator অপশনটা বামপাশে উপরের দিকে রাখার চেষ্টা করবেন। এতে করে ভিসিটররা সহজে Translator অপশন খুজে পাবেন।


কিভাবে যুক্ত করবেন?

প্রথমে আপনি আপনার blog সাইটটি লগ ইন করবেন। এর পর সেখান থেকে Layout অপশনটি সিলেক্ট করুন। এবার ডান পাশে Add a gadget দেখতে পাবেন। Add a Gadget এ ক্লিক করুন। ক্লিক করার পর অনেক গুলু Gadget আসবে। একটু স্ক্রোল করে নিচে গেলে Translate অপশন পেয়ে যাবেন এবং এড করে দিন।

Add এ Gadget Layout-এর কোথায় থাকবে সেটা নির্ভর করবে আপনার ব্লগ Template এর উপর। প্রত্যেক ব্লগ Template এই Gadget থাকে ডান পাশে এবং নিচে। আপনি অবশ্যই উপরের Gadget এ Translate যুক্ত করবেন। এতে করে ভিসিটররা খুব সহজে আপনার সাইট Translate করে পড়তে পারবেন।

ভিডিওঃ 



আপনার ব্লগ সাইটে অবশ্যই  Translate  Gadget add করে রাখবেন। এর ফলে আপনার ব্লগ বাংলা বা ইংলিশ যে ভাষায় হোক না কেনো, আপনি দুই ধরনের পাঠক পাবেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ