আসসালামু-আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আর আমার পাঠকগন ভাল থাকবে এই শুভ কামন সব সময়। চলুন সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক।
বন্ধুরা, রেকর্ড করতে মূলত ২টা জিনিসের প্রয়োজন হয়। একটা ভোকাল আরেকটা বিভিন্ন বাদ্য যন্ত্রের। আবার আপনি মাঝে মাঝে দেখতে পাবেন, অরিজিনিয়াল গানের মিউসিকের সাথে অন্য শিল্পী গান করছে। যাকে কারাওকে বলা হয়। অর্থাৎ, মূল গানের মিউসিকের সাথে অন্য কেউ গান গাচ্ছে। এর জন্য মূল গান থেকে সেই গানের মিউসিক আলাদা করতে হয়। মানে শুধু গানের মিউসিক রেখে শিল্পীর কন্ঠ বাদ দেয়া। এই কাজটি করা খুব সহজ না। এর জন্য আপনাকে একজন পেশাদার মিউসিক এডিটর হতে হবে।
কিন্তু আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে মাত্র ১ মিনিটে যেকোন গান থেকে সেই গানের মিউসিক আলাদা করতে পারবেন। এভাবে করে আপনি নিজের গলায় গান গেয়ে সেই মিউসিকের সাথে লাগিয়ে নিজে নিজেই শিল্পী হতে পারবেন ☺️ । আপনি চাইলে মিউসিক থেকে ভোকাল বাদ দিতে পারবেন, আবার শুধু ভোকাল রেখে মিউসিক বাদ দিতে পারবেন।
কি? দারুন ব্যাপার না? তাহলে কিভাবে এই কঠিন কাজটি খুব সহজে করবেন?
এর জন্য আপনাকে একটা এপ্লিকেশন ব্যবহার করতে হবে। এপ্লিকেশনটি প্লে-ষ্টোরে পেয়ে যাবেন। ডাউনলোড করার করার পর কিভাবে কাজ করবেন তা নিচের ভিডিওতে ধাপে ধাপে দেখানো হয়েছে। ভিডিওটা মনযোগ দিয়ে দেখার অনুরোধ রইলো।
ভিডিওঃ
0 মন্তব্যসমূহ