মোবাইল দ্রুত চার্জ করার টিপস

মোবাইল দ্রুত চার্জ করার টিপস

কিছু দিন আগে পর্যন্ত স্মার্টফোন চার্জ করার জন্য অনেক সময় লাগতো। কিন্তু বর্তমানে মোবাইল ব্যবহারকারীদের কিথা মাথায় রেখে ব্যাটারির এম্পিয়ার বাড়ানোর পাশাপাশি দ্রুত চার্জ করার প্রযুক্তি দেয়া হয়েছে। এখন ১-২ ঘন্টার মধ্যে একটা স্মার্টফোন অনায়াসেই চার্জ হয়ে যায়। কিন্তু তারপরেও মাঝে মাঝে আমাদের এমন পরিস্থিতির সম্মূখীন হতে হয় যে ৫-১০ মিনিটে মোবাইল অনেকটা চার্জ করা। আজকে আপনাদের বলবো কিভাবে জরুরী মূহুর্তে কম সময়ে মোবাইল অনেকটা চার্জ করতে পারবেন।

How to charge mobile fast

আরও পড়ুনঃ মোবাইলে আসা বিজ্ঞাপন বন্ধ করুন

১) Flight mood charging: খুব অল্প সময়ে সময়ে যদি মোবাইল দ্রুত চার্জ করতে চান তাহলে মোবাইল চার্জে লাগানোর আগে Flight mood দিয়ে রাখুন। এতে করে আপনার মোবাইল সমস্ত নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন থাকবে। সেই সময়ে মোবাইল কল-মেসেজ-ইন্টারনেট ছাড়া বাকি সব কাজ করতে পারবেনবএবং দ্রুত চার্জ হবে।

২) Shut down charging: যদি মোবাইল চার্জ করার সময়টুকু বন্ধ করে চার্জে দিতে পারেন তাহলে খুব দ্রুত চার্জ হবে। তাই চার্জের সময় খুব বেশি জরুরি না হলে Shut down করে চার্জে লাগান।

৩) Data off charging: ইন্টারনেট ব্যবহার করতে করতে মোবাইল চার্জ দেয়া বা চার্জে লাগিয়ে ইন্টারনেট ব্যবহার করা প্রায় সব স্মার্টফোন ব্যবহারকারীর নৈমিত্তিক অভ্যাস। মোবাইল চার্জে লাগিয়ে ইন্টারনেট ব্যবহার করলে ব্যাটারি খুব কম চার্জ ষ্টোর করতে পারে।  তাই মোবাইল চার্জে লাগিয়ে কখনই ইন্টারনেট ব্যবহার করা উচিৎ না। তবে খুব জরুরী হলে চার্জে লাগিয়ে দ্রুত কাজ  শেষ করে মোবাইল চার্জে লাগিয়ে রাখুন।

মোবাইল চার্জ দেয়ার ক্ষেত্রে এই ৩টা জিনিস মাথায় রাখকে ও মেনে চললে বিশেষ সময়ে আপনার স্মার্টফোনটি অতি দ্রুত চার্জ করতে পারবেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

নামহীন বলেছেন…
ধন্যবাদ এতো সুন্দর টিপস শেয়ার করার জন্য ❤️❤️