আপনি যখন ফেসবুক ভিডিও অপশনে যাবেন, সেখানে অনেক ধরনের ভিডিও দেখতে পাবেন। ইউটিউব এবং ফেসবুক ভিডিওর কোন পার্থক্য নেই বললেই চলে। বরং মানুষ এখন ফেসবুক ভিডিওর দিকে বেশি ঝুকছে। কারন তারা ফেসবুক ব্রাউজ করার পাশাপাশি ভিডিও দেখার মাধ্যমে বিনোদন উপভোগ করতে পারে। কিন্তু ফেসবুকের এই ভিডিও অপশনটা যেমন বিনোদন বা শিক্ষণীয়, পাশাপশি এর অনেক অপকারীতা রয়েছে।
ফেসবুক ভিডিওতে এমন কিছু ভিডিও আসে, যেসকল ভিডিওর কোন অর্থ নেই, মানুষ কোন কিছু শিখতে পারেনা। আর অশ্লিল কন্টন্টের মহোৎসব। এধনের ভিডিও সবার জন্য বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর। তাই আমাদের উচিৎ এমন ভিডিও থেকে বচ্চাদের তথা নিজেদেরও দূরে থাকা। এর জন্য আপনি আপনার ফেবুকের ভিডিও অপশন বন্ধ করে রাখতে পারেন। বিশেষ করে তখন, যখন আপনার মোবাইল ফোনটি বাচ্চাদের হাতে দেন এবং যেটি তার জন্য বাসায় বরাদ্দ থাকে।
এবার আসুন দেখি, কিভাবে ফেসবুকের ভিডিও অপশন বন্ধ করবেন অথবা যদি আপনার ফেসবুক এপ্লিকেশনের ভিডিও অপশন খুজে না পান তাহলে কিভাবে নিয়ে আসবেন।
১) প্রথমে আপনার ফেসবুক এপ্লিকেশনটি ওপেন করুন।
২) এর পর মেনুতে ক্লিক করুন।
৩) মেনুতে আসার পর স্ক্রোল করে একটু নিচে আসুন।
৪) আসার পর Setting & Privacy তে ক্লিক করে Settings এ ক্লিক করুন।
৫) এবার আপনি নিচে Shortcuts নামে একটা অপশন পাবেন এখানে ক্লিক করুন।
৬) ত্রপর Shortcut bar অপশনে ক্লিক করতে হবে।
৭) এখানে আপনি Friend request, Groups, Marketplace, Profile, Watch, Gaming, Pages এবং Covit-19 Information Centre পেয়ে যাবেন।
৮) এখান থেকে Watch অপশন Hide করে দিন।
যদি আপনার ফেসবুক এপ্লিকেশনে Watch খুজে না পান তাহলে এখানে এসে শুধু মাত্র Hide থেকে Auto করে দিন।
বিস্তারিত ভিডিওতে দেখুনঃ
0 মন্তব্যসমূহ