ইউটিউব, আমাদের সকলের পছন্দের একটা অ্যাপ। ইউটিউব থেকে আমরা আমাদের পছন্দের গানগুলু শুনতে পারি। পাশাপাশি মুভি, নাটক, সর্ট ভিডিও ইত্যাদি। অবসর সময় হোক কি মন খারাপ, কানে হেডফোন লাগিয়ে পছন্দের গান শোনার অন্য কোন বিকল্প নেই।
তাছাড়া, মোবাইলে কাজ কাজ করার সময় যখন কাজের প্রতি একটু বিরক্তি ভাব চলে আসে, তখন ইউটিউব থেকে পছন্দের গান খুজে বের করে শুনতে শুনতে কাজ করলে আবার কাজে নতুন উদ্যম ফিরে আসে।
তবে কাজ করার পাশাপশি গান ইউটিউবে গান শোনা, এটা কেমন কম্পিউটারের মাধ্যমে সম্ভব। একাধিক ব্রাউসার ট্যাব বা একাধিক ব্রাউসার চালু করে ইউটিউবে গান অথবা ওয়াজ-মাহফিল প্লে করে অন্য যেকোন কাজ করা যায়।
কিন্তু ইউটিউব মোবাইল ভার্শনের অ্যাপে এই সুবিধা পাওয়া যায় না। আপনি ইউটিউব অ্যাপে ঢোকার পর ভিডিও চালু রেখে অন্য কোন অ্যাপ্লিকেশন চালু করতে পারবেন না।
তাহলে এর কি কোন সমাধান নেই?
অবশ্যই আছে, তবে এর জন্য আপনাকে কিছু থার্ডপার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে।
তাদের মধ্য Youtube Vanced একটি। এই অ্যাপের বেশ কয়েকটি সুবিধা রয়েছে।
যেমন, মনে করুন আপনি কোন গান বা ওয়াজ প্লে করেছেন। এখন গান বা ওয়াজ শোনার পাশাপাশি আপনি অন্য কোন কাজ করতে চান। আপনি YouTube Vanced অ্যাপটি চালু করুন। এবার আপনি যে ভিডিও দেখতে চান সেই ভিডিও প্লে করে মোবাইলের Home বাটনে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইলে স্ক্রিনে Popup আকারে ভিডিও প্লে হতে থাকবে।
এছাড়াও popup প্লে Dismiss করে দিলে ভিডিও, অডিও আকারে প্লে হবে। যেমনটা আমরা অডিও প্লেয়ারে গান শুনি।
0 মন্তব্যসমূহ