মোবাইলে চার্জ ধরে রাখতে ৩টি টিপ্স

মোবাইলে চার্জ ধরে রাখতে ৩টি টিপ্স

স্মার্টফোন আমাদের জীবন যাপনকে অনেক সহজ করে দিয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে আমরা প্রায় সব কিছুই করতে পারি। তবে এর মধ্যে কিছু প্রতিবন্ধকতাও আছে। সবচেয়ে বড় প্রতিবন্ধকতার নাম চার্জ। আমাদের চাহিদা হচ্ছে, যদি কখনও মোবাইলে চার্জ না ফুরাতো, তাহলে কত ভাল হত। কিন্তু সেটাতো আর সম্ভব না।

How to extend battey life on android mobile


আরও পড়ুনঃ মোবাইল দ্রুত চার্জ করার টিপস

তবে আমরা ইচ্ছে করলে মোবাইলের কয়েকটা সেটিং পরিবর্তন করে ব্যাটারি লাইফ বাড়াতে পারি। আজকে এমনই ৩টা সেটিং নিয়ে আলোচনা করা হবে। এই সেটিংসগুলু পরিবর্তন করে আপনি আপনার স্মার্টফোনের চার্জ অপচয় হওয়া থেকে বাচাতে পারবেন আর বেশিক্ষন চার্জ ধরে রেখে মোবাইল ব্যবহার করতে পারবেন। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ আর্টিকেল পড়ার অনুরোধ রইলো।

১) ব্লুটুথঃ সকল মোবাইলেই ব্লুটুথ রয়েছে। যদিও মোবাইল স্মার্ট হওয়ার সাথে সাথে এর ব্যবহার অনেক কমে যাচ্ছে। ব্লুটুথের মাধ্যমে ফাইল ট্রান্সফার করা যায়, ইন্টারনেট শেয়ার করা যায়। তাছাড়া, এমন কিছু এপ্লিকেশন আছে যেগুলু ব্যবহার করার জন্য ব্লুটুথ-এর প্রয়োজন হয়। উদাহরন সরূপ বলা যেতে পারে shareit/shareit lite। কিন্তু যদি অযথা আপনার মোবাইলের ব্লুটুথ চালু থাকে তাহলে সেটা আপনার ব্যাটারির চার্জ খুব দ্রুত শেষ করে ফেলবে। কারন আপনার ব্লুটুথ সব সময় অন্য ডিভাইসের সাথে সংযুক্ত হওয়া জন্য সার্চ করতে থাকবে। আর ব্যাকগ্রাউন্ডের ব্লুটুথের এমন একটিভিটি মোবাইলের চার্জ কমিয়ে দিবে। তাই অযথা ব্লুটুথ চালু করে রাখবে না। এখন চেক করে দেখুনতো এখন চালু আছে কিনা? থাকলে বন্ধ করে দিন।

২) ওয়াইফাইঃ ব্লুটুথের মত যদি অযথা আপনার মোবাইলের ওয়াইফাই চালু করে রাখেন, তাহলে আপনি যেখানেই যান না কেনো, আপনার ওয়াইফাই সর্বক্ষন কানেকশনের জন্য স্ক্যান করতে থাকবে। ব্যাকগ্রাউন্ডে চলা এই স্ক্যান মোবাইকের চার্জ দ্রুত শেষ করে ফেলবে। তাই এখনই দেখুনতো, অকারনে ওয়াইফাই চালু করে রেখেছেন কিনা? তাহলে এখনই বন্ধ করে দিন।

আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আপনি যদি ওয়াইফাই বন্ধও করে রাখেন, তারপরও আপনার মোবাইল যদি কোন Open wifi কানেকশনে আসে তাহলে সয়ংক্রিয়ভাবে  ওয়াইয়ফাই চালু কানেক্ট হয়ে যাবে।

এর জন্য ওয়াইফাই সেটিং এর দিয়ে Turn on wifi automatically অপশনটি অফ করে দিন।

 ৩) লোকেশনঃ এই পোষ্টটি যারা পড়ছে, তাদের প্রায় ৫০% লোকের লোকেশন চালু করা আছে। তাদের যদি জিজ্ঞেস করা হয় লোকেশন কেনো চালু করা, অনেকেই বলবে আমি জানিনা। এমনি চালু করা।

কিন্তু আপনি জানেন কি? লোকেশন হচ্ছে এমন একটি অপশন, যা আপনার এক্টিভিটি সব সময় আপডেট রাখে। আপনি কোথায় যাচ্ছে, মোবাইলে কি কি দেখছেন, কি কি সার্চ করছে, কোন কোন এপ্লিকেশন আপনি ব্যবহার করছেন।

বর্তমানে প্রায় সন এপ্লিকেশন ব্যবহার করতে হলে আমাদের মোবাইলে গ্যালারই, মেসেজ, কল লিষ্ট, কন্টাক্ট লিষ্ট Access দেয়ার পাশপাশি লোকেশন access দিতে হয়। তাই আপনি কখনই অযথা লোকেশন চালু করে রাখবেন না।

ভিডিওঃ 


যদি আপনি কোন কারন ছাড়া ব্লুটুথ, ওয়াইফাই এবং লোকেশন চালু করে রাখেন তাহলে আপনার মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যাবে, মোবাইল গরম হয়ে যাবে। সর্বপরি আপনার সখের মোবাইলটি অনেক ধীর গতির হবে বা স্লো কাজ করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ