মেসেঞ্জার ও ফেসবুক ব্লক | Android Teacher

মেসেঞ্জার ও ফেসবুক ব্লক | Android Teacher

সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যানে আজ আমরা বিশ্বের যেকোন প্রান্ত থেকে যে কারো সাথে খুব সহজে যোগাযোগ রক্ষা করতে পারি। মেসেজ করা থেকে শুরু করে HD রেজুলেশনে অডিও ভিডিও কল করে সবার সাথে কথা বলা যায়।


আরও পড়ুনঃ ফেসবুক প্রোফাইল ভেরিফাই করবেন যেভাবে

এছাড়া ফেসবুকের মাধ্যমে নতুন নতুন বন্ধুদের সাথে পরিচিত হওয়া যায়। ফেসবুকে কারো সাথে পরিচিত হলে তার সাথে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে মেসেজ আদান-প্রদান করা, অডিও বা ভিডিও কলে কথা বলে থাকি। যারা একসময় আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিনত হয়।

তবে সবার সাথে যে সব সময় বজায় থাকবে সেটা জরুরী না। আবার সবাই যে আমাদের শুভাকাঙ্ক্ষী হবে তাও জরুরী না। মাঝে মাঝে অনেকের সাথে বৈরি সম্পর্ক তৈরি হয়। আবার কেউ কেউ মেসেঞ্জারে অযথা মেসেজ, কল দিয়ে অনেক বিরক্ত করে৷

এধরনের  বিরক্তিকর কলারদের থেকে বাচতে ফেসবুক মেসেঞ্জারে ব্লক নামের একটা  অপশন রয়েছে। আপনি যার দ্বারা বিরক্ত হন, তাকে আপনি ব্লক করে রাখতে পারেন। তাহলে আর বিরক্ত করতে পারবে না।

আরও পড়ুনঃ ফেসবুক আইডির ইমেইল পরিবর্তন করার নিয়ম

আপনি যদি কাওকে ব্লক করতে চান তাহলে ২ভাবে ব্লক করতে পারেন।

> মেসেজ-কল ব্লক

> ফেসবুক ব্লক

যদি আপনি কাওকে শুধু মেসেজ ব্লক করেন তাহলে সেই ব্যাক্তি আপনার ফেসবুকের সমস্ত একটিভিটি দেখতে পারবে। এমনকি আপনিও পারবেন। শুধু মাত্র মেসেজ-কল আদান-প্রদান করা যাবে না। আপনি যাকে  মেসেজ ব্লক করবেন, তাহলে পূর্বে আদান-প্রদান করা সমস্ত মেসেজ, শেয়ার করা ফাইলে সমস্ত কিছু দেখতে পারবে। 

কিন্তু যদি কাওকে ফেসবুক ব্লক করেন তাহলে মেসেজ-কলের পাশাপাশি সে আপনার ফেসবুক থেকেও ব্লক হয়ে যাবে। অর্থাৎ,  আপনার প্রোফাইল থেকে সম্পূর্ণ নিস্ক্রিয় হয়ে যাবে। যদি কাওকে ফেসবুক থেকে ব্লক দেন তাহলে পূর্বে তার সাথে  শেয়ারকৃত কোন মেসেজ, ছবি, ভিডিও বা ফাইলে সেই ব্যাক্তি দেখতে পাবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ