রবি থেকে রবি নাম্বারে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবে?

রবি থেকে রবি নাম্বারে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবে?

সিম কোম্পানি গুলু তাদের গ্রাহক সেবা বাড়াতে বিভিন্ন ধরনের সুযোগ চালু করে রেখেছে৷ এর মধ্যে ব্যালেন্স ট্রান্সফার হচ্ছে খুবই পরিচিত একটি সেবা। খুব পরিচিত হলেও অনেকেই এই ব্যালেন্স ট্রান্সফারের কথা জানে না। আবার যারা যানে তারা ঠিক ঠাকভাবে ব্যবহার করেনা বা করতে পারে না।

how to transfer balance to robi number


অথচ মোবাইল কোম্পানি গুলুর ব্যালেন্স ট্রান্সফার সেবা খুবই উপকারী। প্রায়শই আমাদের পরিবার-বন্ধু-বান্ধব অথবা প্রিয় মানুষের অনেক গুরত্বপূর্ণ সময় মোবাইলে টাকা প্রয়জন হয়। আর আমাদের কাছে মোবাইল রিচার্জ করার বলে। কিন্তু হয়তো এমন সময় আপনার আশেপাশে কোন রিচার্জের দোকান থাকে না। আবার অনলাইন থেকে রিচার্জের উপায় থাকে না। ঠিক সেই সময় ব্যালেন্স ট্রান্সফার আপনার কাজে আসবে।

এবার আসুন দেখি কিভাবে রবি নাম্বার থেকে রবি নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করবেন।

> প্রথমে আপনার মোবাইলের ডায়াল পেডে দিয়ে ডায়াল করুন *141# । 

> এরপর  + অপশন টাইপ করে send এ ক্লিক করুন।

> এবার ৬ নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার অপশন দিয়ে send এ ক্লিক করুন।

> এবার ১ নাম্বারে ট্রান্সফার ব্যালেন্স বাছাই করুন।

> টাকার পরিমান দিয়ে send এ ক্লিক করলে আপনার কাছে নাম্বার চাইবে। নাম্বার দিয়ে send করলে কাঙ্খিত নাম্বারে টাকা পৌছে যাবে। 

ভিডিওঃ 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ