আসসালামু-আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আর্টিকেলটি অন্যন্ত চমকপ্রদ হতে যাচ্ছে। কারন আজকে আপনাদের বলবো, কিভাবে আপনি একটা ইউটিউব চ্যানেল বানিয়ে সেই চ্যানেলে মুভি আপলোড করে প্রতি মাসে প্রচুর পরিমানে ইনকাম করবেন। আর এতে কপিরাইটের কোন ঝামেলা নেই।
শুরুতেই আপনাকে কয়েকটা চ্যানেলের নাম বলি, আপনি তাদের চ্যানেল ঘুরে আসুন, দেখুন তারা তাদের চ্যানেলে মুভি আপলোড করে কি পরিমান ভিউস, সাবস্ক্রাইবার এবং উপার্জন করছে। না দেখলে বিশ্বাস করবেন না।
1) Feature Film
2) Pizza Flix
3) Cris Johnson
4) Timeless Classic Movies
এই চ্যানেলগুকি প্রতি মাসে হাজার হাজার ডলার$ ইনকাম করলে অন্যের মুভি কপি পেষ্ট করে নিজেদের চ্যানেলে আপলোড করে। ইউটিউবে এমন আরও অনেক চ্যানেল আছেন।
আরও পড়ুনঃ প্রতিদিন ১০০-২০০৳ ইনকাম করুন
এখন আপনি প্রশ্ন করতে পারেন, তাদের চ্যানেলে কপিরাইট আসে কি না? বন্ধুরা তাদের চ্যানেলে কপিরাইট কখনই আসবে না। আর এর কারন হচ্ছে এই ভিডিওগুলি সব পাব্লিক ডোমেইনের আন্ডারে।
পাব্লিক ডোমেইন হচ্ছে, একজন ক্রিয়েটরের মৃত্যুর ৬০ বছর অতিক্রান্ত হওয়ার পর তার সমস্ত কন্টেন্ট পাব্লিক ডোমেই হয়ে যায়। আর পাব্লিক ডোমেইনে থাকা সকল ভিডিও যে কেউ ব্যবহার করতে পারবে। এছাড়াও কোন একটা দেশের সরকারি ছবি, টেকিফিল্ম এসব কিছুই পাব্লিক ডোমেইন এবং সে দেশের নাগরিকরা কোন কপিরাইট ছাড়াই এ ধরনের কন্টেন্ট ব্যবহার করতে পারবে।
আপনি উপরের চ্যানেলগুলু হয়তো দেখেছেন, তাদের চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার, মিলিয়ন মিলিয়ন ভিউস আছে। তার কারন হচ্ছে, ইউটিউবে এসব মুভি বা ভিডির প্রচুর চাহিদা হয়েছে। তাই আপনিও এমন একটি চ্যানেল তৈরি করে প্রতি মাসে হাজার ডলার$ ইনকাম করতে পারবেন।
0 মন্তব্যসমূহ