এখনি Shareit uninstall করুন | ডাটা চুরি হয়ে যাচ্ছে

এখনি Shareit uninstall করুন | ডাটা চুরি হয়ে যাচ্ছে

Shareit, এন্ড্রোয়েট এবিং আইওএস এর জন্য ফাইল শেয়ারিং একটি জনপ্রিয় অ্যাপ। শুধুমাত্র প্লে-স্টোর থেকে ১বিলয়নেরও বেশি ডাউনলোড করা হয়েছে। শেয়ারিং এর একচ্ছত্র অধিপতি বললে ভুল হবে না। কিন্তু আমরা কি জানি যে কিভাবে Shareit আমাদের ব্যক্তিগত তথ্য বিক্রি করে দিচ্ছে অন্যের কাছে?



Shareit আমাদের মোবাইল থেকে ব্যাক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে এবং বিক্রি করে দিচ্ছে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে।। এতে করে চরমভাবে হুমকির মুখে আমাদের নিরাপত্তা।

এছাড়া Shareit এর দৃশ্যমান বিরক্তির কারন হচ্ছে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন। Shareit এ মোটামোটি ভাবে ৪ ধরনের বিজ্ঞাপন দিয়ে ব্যবহারকারীদের বিরক্ত করা হয়, বেনার এড, ভিডিও এড, পপ-আপ এড এবং বাবল এড। আপনি একবার ফাইল শেয়ার করলে আসলে কমপক্ষে ৩টা বিজ্ঞাপন দেখতেই হবে। এটকি বিরক্তিকর নয়?

আর এসব বিজ্ঞাপনের কোন শ্লীলতা নেই। বেশিরভাগ বিজ্ঞাপন অশ্লিল। এসব অশ্লীল বিজ্ঞাপন আপনাকে পরিবার-পরিজনের সামনে বিশেষ করে কোমলমতী শিশুদের সামনে খুব বিব্রতকর অবস্থায় ফেলবে। যা নৈতিকতা অবক্ষয়ের হাতিয়ার হিসেবে কাজ করবে।

তাই এখনই Shareit সহ এধরনের অ্যাপ ব্যবহার বন্ধ করা উচিৎ।

প্রশ্ন আসতে পারে, Shareit ব্যবহার না করলে কিভাবে ফাইল শেয়ার করবো?

উত্তর খুবই সহজ, আমরা shareit নির্ভর হয়ে পরেছি, তাই অন্যান্য ভাল ফাইল শেয়ারিং অ্যাপ গুলু সম্পর্কে জানিনা। তাদের মধ্যে একটা হচ্ছে files by google. প্রশ্ন আরো একটা আসতে পারে, files by google আমাদের ব্যক্তিগত তথ্য নিবে না?

চিন্তা করুন, গুগলের কাছে আমাদের সকল তথ্য আছে, তাই নতুন করে নেয়ার মত কিছু নেই।

সুতরাং নিশ্বন্দেহে ব্যবহার করতে পারেন shareit এর বিকল্প হিসেবে Files by google.

ভিডিওঃ 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ