ফেসবুকে একটিভ থেকেও কিভাবে Inactive দেখাবেন?

ফেসবুকে একটিভ থেকেও কিভাবে Inactive দেখাবেন?

বিশেষ কোন প্রয়োজনে এমন সেটিংস করার দরকার হয়। আপনি ফেসবুকে একটিভ থাকবেন কিন্তু কেউ আপনাকে একটিভ দেখবে না।

মেসেঞ্জারে এই সেটিংসটা খুব সহজ। মেসেঞ্জারে একটিভ থাকা সত্যেও যদি কেউ চায় তাকে কেউ একটিভ দেখবে না, তাহলে মেসেঞ্জারের সেটিং অপশনে গিয়ে Active Status off করে দিলেই আপনাকে কেউ একটিভে দেখতে পারবে না।


How to show facebook inactive


কিন্তু মেসেঞ্জার Active Status off রেখে আপনি ফেসবুক ব্রাউস করলে আপনাকে সবাই একটিভ দেখতে পাবে। সেই ক্ষেত্রে মেসেঞ্জারের Active অফ রাখলেও তেমন কোন কাজে আসবে না।

তাই আপনাকে একই সাথে ফেসবুক এবং মেসেঞ্জারের Active status বন্ধ রাখতে হবে। তাহলে কিভাবে ফেসবুকে একটিভ থেকেও নিজেকে Inactive রাখবেন?

☞ প্রথমে আপনার ফেসবুক একউন্টে লগ ইন করুন।

☞ এরপর ত্রিলাইন মেনুতে ক্লিক করুন।

☞ Settings & Privacy তে ক্লিক করুন

☞ একটু স্ক্রল ডাউন করলে Audience and Visibility অপশনের একেবারে নিচে Active status নামের একটা অপশন দেখতে পাবেন।

☞ এখান থেকে আপনার Status বন্ধ করে দিন।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ