আমাদের প্রয়োজনে মোবাইলে অনেক ধরনে আপ্লিকেশন ব্যবহার করি। আপনি নিশ্চয়ই জানেন, এই এপ্লিকেশন গুলুর ইনকামের প্রধান উপায় বিজ্ঞাপন। আপনি যখন প্লে ষ্টোর অথবা ওয়েবসাইট থেকে এপ্লিকেশন ডাউনলোড করে ব্যবহার করি, খেয়াল করবনে, এই সকল এপ্লিকেশন ব্যবহারের সময়, exit করার সময় অনেক ধরনের বিজ্ঞাপন দেখায়। এসসকল বিজ্ঞাপনের কোন নির্দিষ্টতা থাকেনা। থাকেনা বয়স অনুযায়ী কোন ফিল্টার। আর তাই এইসকল বিজ্ঞাপন আমাদের কোমলমতী শিশু থেকে থেকে শুরু করে সব বয়সের মানুষের জন্য ক্ষতিকর। তাই আপনি ইচ্ছে করলে এপ্লিকেশনে আসা এসব বিজ্ঞাপন বন্ধ করে দিতে পারেন।
আসুন দেখি কিভাবে এসব বিজ্ঞাপন বন্ধ করবেনঃ
১ প্রথমে আপনার মোবাইলের সেটিং অপশন ওপেন করুন।
২ সেটিং অপশনের সার্চ বক্সে DNS লিখে সার্চ করুন।
৩ Private DNS নামে একটা অপশন দেখতে পাবেন।
৪ Private DNS এ ক্লিক করুন
৫ এখানে আপনি ৩টা অপশন দেখতে পাবেন।
৬ নিচে Configure Private DNS এর ঘরে লিখে দিন dns.adgaurd.com তারপর save করুন।
এখন থেকে আপনার মোবাইলে যেকোন অ্যাপ ব্যবহার করেন না কেনো, কোন অ্যাপে বিজ্ঞাপন আসবে না।
পুরু প্রকৃয়াটি ভিডিওতে দেখতে ক্লিক করুনঃ
0 মন্তব্যসমূহ