ভিডিওতে কেমন মিউসিক ব্যবহার করবেন?

ভিডিওতে কেমন মিউসিক ব্যবহার করবেন?

ইউটিউবে দুই ধরনের মিউসিক পাওয়া যায়। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড কপিরাইট লাইসেন্স আরেকটা কপিরাইট ফ্রি মিউসিক। আপনি কোন ধরনের মিউসিক নিবেন তার উপর নির্ভর করবে কপিরাইট আসবে কি না। যদি আপনি কপিরাইট ফ্রি মিউসিক ব্যবহার করেন তাহলে কপিরাইট আসবে না। কিন্তু যদি স্ট্যান্ডার্ড লাইসেন্স মিউসিক ব্যবহার করেন তাহলে কপিরাইট আসবে। তবে কপিরাইট কপিয়াইট মিউসিক ব্যবহার না করাই উত্তম, কারন যে ভিডিওতে ক্লেইম আসবে সেই ভিডিওতে আপনি মনিটাইজেশন পাবেন না। আর যদিও মনিটাইজেশন পান তারপরেও কোন লাভ হবে না, কারন্ন অই ভিডিওর মাধ্যমে যা ইনকাম হবে তার বেশির ভাগ অংশ যে ক্লেইম করেছে সে নিয়ে যাবে। আপনি যা পাবেন নামে মাত্র।

How to use copyright free music


আপনি যদি কপিরাইট ফ্রি মিউসিকের তালাস করেন তাহলে ইউটিউব অডিও লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারেন। ইউটিউব অডিও লাইব্রেরি সকল মিউসিক ক্রিয়েটরদের জন্য দেয়া আছে। তাই কেনো ঝুকি নিয়ে অন্যের অডিও নিজের ভিডিওতে ব্যবহার করবেন? আপনার কষ্টের ইনকাম কেনো অন্যের হস্তে তুলে দিবেন।

কিন্তু তার পরেনও একান্ত কোন প্রয়োজনে ব্যবহার করতে হয় তাহলে করবেন। কিন্তু যদি কোন ভাবে কপিরাইয় ক্লেইম আসে তাহলেও চিন্তার কোন কারন নেই।সেই কপিরাইট আপনি ইচ্ছে করলে রিমুভ করে দিতে পারেন। কপিরাইট ক্লেইম রিমুভ করা খুবই সহজ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ