সাবস্ক্রাইবার কেনো ভিডিও দেখে না

সাবস্ক্রাইবার কেনো ভিডিও দেখে না

একটা চ্যানেলের ভিডিওতে যত ভিউ আসবে তত সাবস্ক্রাইবার আসার সম্ভাবনা থাকে। তবে নতুন চ্যানেলের ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটে। আগে দর্শকদের ডেকে এনে সাবস্ক্রাইব করাতে হয় তারপর ভিউ আসে। অনেক ইউটিউবার দাবি করে যে তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার অনুযায়ী ভিউ আসে না। এর কয়েকটি কারন রয়েছে। আজকে আপনাদের সাথে এমন দুটি প্রধান কারন উল্লেখ করবো।

এর প্রথম কারন হচ্ছে আপনার সাবস্ক্রাইবাররা জানতেই পারেন না যে আপনি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করেছেন। কথাটা শুনে একটু অবাক হতে পারেন, তারাতো সাবস্ক্রাইবার তারা না জানলে জানবে কে?আসলে কি কারনে তারা জানতে পারেন না। বিস্তারিত বলেছি নিচের ভিডিওতে। আশা করি সম্পূর্ন ভিডিওটি না টেনে দেখবে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ