আর হারাবে না চ্যানেল | set 2nd gmail as chennel owner

আর হারাবে না চ্যানেল | set 2nd gmail as chennel owner

আপনার ইউটিউব চ্যানেল যদি হ্যাক হয়ে যায় সত্যিকার অর্থে করার কিছুই থাকে না। কারণ আপনার চ্যানেলটা হ্যাক হওয়ার পর আপনি আপনার চ্যানেলে অ্যাক্সেস করতে পারবেন হ্যাকার সাহেব এমন কোন অপশনই রাখবেন না।

এর মানে হচ্ছে একটা ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেলে চ্যানেল মালিকের তেমন কিছু করার থাকেন। তবে হ্যাঁ, আপনার চ্যানেল হ্যাক হওয়ার আগে মানে আপনার যদি মনে হয় আপনার চ্যানেলটা হ্যাক হওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনি আপনার চ্যানেলের সিকিউরিটি বাড়িয়ে নিন। ইউটিউবে এমন কিছু সেটিংস আছে যেগুলো আপনি যদি এনাবল করে রাখেন তাহলে হ্যাকার সাহেব খুব সহজে আপনার চ্যানেলটা হ্যাক করতে পারবে না। ঠিক সে সকল সেটিংস গুলোর মধ্যে আমি আজকে আপনাকে এমন একটা সেটিংস এর কথা শেয়ার করব যে সেটিংস টির মাধ্যমে আপনি আপনার চ্যানেল হ্যাক যদি হয়েও যায় তারপরও আপনি আপনার চ্যানেলটা নিজেই ফিরে পাবেন।

কিভাবে করবে?

আমরা জানি যে একটা ইউটিউব চ্যানেল একটা জিমেইল আন্ডারে অধীনে থাকে। এবং আপনার জিমেইল একাউন্টের সিকিউরিটি যত ভালো হবে আপনার ইউটিউব চ্যানেলের সিকিউরিটি তত ভালো হবে। যেমন ধরুন আপনার জিমেইল একাউন্টের পাসওয়ার্ড, জিমেইল একাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখা, নতুন কোন ডিভাইসে জিমেইল অ্যাকাউন্ট টা লগইন করার ক্ষেত্রে পুরাতন ডিভাইসের পারমিশন নেয়া। এগুলোতো গেল আপনার জিমেইল একাউন্টের সিকিউরিটির ব্যাপার।

এবার আসি আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি কিভাবে অনেক বেশি শুরু করতে পারবে। আপনার ইউটিউব চ্যানেল টা যে জিমেইল এর আন্ডারে আছে সেই ইউটিউব চ্যানেলে আরো একটা জিমেইল আপনি এড করে রাখুন। এতে করে যেটা হবে আপনার ইউটিউব চ্যানেল টি যদি অন্য কেউ হ্যাক করে নিয়ে যায় তাহলে আপনি দ্বিতীয়বার যেই ইমেইলটি যোগ করেছেন সেই ই-মেইলের মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেলে লগইন করতে পারবেন।

বিস্তারিত ভিডিওতেঃ https://youtu.be/zqPexn9CZfM

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ