আপন যদি একজন ইউটিউবার হয়ে থাকেন পক্ষ থেকে আপনার কাছে একটা ইমেইল আসার কথা। এই ইমেইলের মাধ্যমে ইউটিউব তাদের ক্রিয়েটরদের জানিয়ে দিচ্ছে 2022 সালে ইউটিউব কি কি পরিবর্তন নিয়ে আসছে। আপনি যদি এখনো এই ইমেইলটি পেয়ে না থাকেন তাহলে চিন্তার কিছু নেই কিছুদিনের মধ্যেই আপনি এই ইমেইলটি পেয়ে যাবেন।
আরও পড়ুনঃ মনিটাইজেশন না দেয়ার কারন ও সমাধান
ইউটিউব 2022 সালে কি কি পরিবর্তন আনছেঃ
১) ইউটিউবে যে প্রথম আপডেটের কথা বলা হয়েছে সেখানে ইউটিউব বলছে ইউটিউবে এখন যদি কোনো ধরনের পরিবর্তন পরিবর্ধন অথবা নতুন কোন কিছু সংযুক্ত করা হয় কোন আপডেট দেয়া হয় তাহলে প্রত্যেক ক্রিয়েটরকে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হবে। এর ফলে একজন ক্রিকেটার ইউটিউব এর নতুন আপডেট গুলো সম্পর্কে খুব পরিষ্কার ধারণা পাবে। এর ফলে একজন ইউটিউবার ইউটিউব এর নতুন আপডেট গুলো মেনে তাদের ভিডিও তৈরি করবে।
আরও পড়ুনঃ সঠিকভাবে ভিডিওর ডেস্ক্রিপশন লেখার নিয়ম
২) বন্ধুরা প্রতিদিন অসংখ্য ইউটিউব চ্যানেল সাসপেন্ড অথবা টার্মিনেট করে দেয়া হয়। হতাশার বিষয় হচ্ছে কোন একজন ইউটিউবে চ্যানেল যখন সাসপেন্ড অথবা টার্মিনেট করে দেয়া হয় তখন সেই ইউটিউবার জানতেই পারে না কি কারনে তার চ্যানেলটি সাস্পেন্ড করা হয়েছে। যে কারণে ক্রিকেটাররা সে একই ভুল বারবার করতে থাকে এবং তাদের চ্যানেল সাসপেন্ড হতে থাকে । ২০২২ সালে ইউটিউব যে আপডেট করা হয়েছে সেখানে বলা হয়েছে, যদি কোন ক্রিকেটারের চ্যানেল সাসপেন্ড করে দেয়া হয় তাহলে সেই ইউটিউবার কে জানিয়ে দেয়া হবে কোন কারণে তার চ্যানেলটিকে ইউটিউব থেকে সাসপেন্ড করে দেয়া হয়েছে। কিন্তু এই আপডেটের কারণে এখন ক্রিয়েট ওরা জানতে পারবে অর্থাৎ ইউটিউব প্রত্যেক ক্রিয়েটর কে জানিয়ে দেবে কোন কারণে তার চ্যানেলটিকে সাসপেন্ড বা টার্মিনেট করে দেয়া হয়েছে।
বিস্তারিত এই ভিডিতেঃ
৩) বন্ধুরা আমাদের চ্যানেলে যখন কোন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেয়া হয়, আমরা জানতে পারিনা কি কারনে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেয়া হয়েছে। কিন্তু এখন থেকে যদি কোন চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেয়া হয় তাহলে ইউটিউব এর পক্ষ থেকে স্পষ্ট কারণ এবং ইউটিউব এর কোন নিয়মটা ভঙ্গের কারণে আপনাকে এই স্ট্রাইক দেয়া হয়েছে ইউটিউব আপনাকে স্পষ্ট করে বলে দিবে।
0 মন্তব্যসমূহ