কোরা, এমন একটা প্লাটফর্ম যেখানে মানুষ জানতে আসে, শিখতে আসে। কেউ যদি কোন বিষয় না জানে, তাহলে যে বিষয় প্রশ্ন করা হয় এবং অন্যরা উত্তর দেয়। তবে কেমন হিয় যদি প্রশ্ন করে বা উত্তর দিয়ে কোরা থেকে ইনকাম করা যেতো? খুব ভাল হয় তাইনা? অনেকেই বলে কোরা থেকে ইনকাম করা যায় না। কথাটা পুরুপুরি ঠিক নয়। আবার ভুলও নয়। কোরা থেকে আপনি সরাসরি ইনকাম করতে পারবেন না। তবে ছোট একটা ট্রিক্স খাটিয়ে আপনি কোরা থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। চলুন দেখি কিভাবে?
ধরুন কোরাতে কেউ প্রশ্ন করলো, ১৫০০০৳ হাজার টাকায় ভাল মোবাইল সম্পর্কে জানতে চাইলো। এখন এই বাজেটের মধ্য কয়েকটা ব্রান্ডের মোবাইল সম্পর্কে আপনার ধারনা আছেন। আপনি সেই প্রশ্নের উত্তর দিলেন।
আপনি এই বাজেটের কয়েকটা মোবাইল সম্পর্কে সল্প বির্ননা দিয়ে সেই ওয়েবসাইটের লিংক শেয়ার করবেন। উত্তরের শেষে আসল ট্রিক্স কাজে লাগাতে হবে। আপনি হয়তো অনেক লিংক সর্টনার ওয়েবসাইটের কথা জানেন, যেমন, adfly। এই সাইটে লিংক সর্ট করে খুব সহজে ইনকাম করা যায়। যদি adfly এ আপনার একাউন্ট না থাকে তাহলে একটা একাউন্ট খুলে নিন। একাউন্ট খুলতে এখানে ক্লিক করুনঃ https://join-adf.ly/23253815
এবার যে মোবাইলের তথ্য যে সাইট থেকে নিয়েছেন, সেই সাইটের লিংক adfly দিয়ে সর্ট করে উত্তরে শেয়ার করে দিন। আপনার উত্তর পরে অবশ্যই প্রশ্নকর্তা সহ অন্যান্য যারা আপনার উত্তর পড়বে দেখবে তারা মোবাইল সম্পর্কে জানতে আপনার দেয়া লিংকে ক্লিক করবে। আপনার লিংকে যত ক্লিক পরবে ইনকাম তত বেশি হবে। আর কোরা এমন একটা প্লাটফর্ম, যেখানে আপনার উত্তর কারো কাছে আলাদা করে শেয়ার করতে হবে না।
সুতরাং বুঝতেই পারছেন, এভাবে কিন্তু আপনি কোরা থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।
0 মন্তব্যসমূহ