আসলে এটা নির্দিষ্ট করে বলাটা ঠিক হবে না। কারন একেক ভিডিওতে ইনকামের পরিমান একেক রকম হয়। যে ভিডিওর Duration বেশি সে ভিডিওতে ১ মিলিয়ন ভিউর জন্য ইনকাম বেশি হবে। কারন সেই ভিডিওতে দর্শকরা বেশিক্ষন থাকবে। ভিডিওর ওয়াচটাইম বাড়বে। আর যত বেশি সময় ভিডিওটা চলবে, ভিডিওতে তত বেশি বিজ্ঞাপন দেখাবে।
কারন যে ভিডিও Duration ৮ মিনিটের বেশি, সেই ভিডিওর মাঝ খানে বিজ্ঞাপন বসানো যায়। ভিডিওতে যত বেশি ওয়াচটাইম অর্জন করবে তত বেশি বিজ্ঞাপন দেখাবে এবিং ইনকামও বেশি হবে।
সে ক্ষেত্রে একটা ছোট ভিডিওতে ইনকাম কম হবে। কারন যে ভিডিওর Duration ৮ মিনিটের কম, সে ভিডিওর মাঝে বিজ্ঞাপন বসানো যায় না। যার ফলে ভিডিও থেকে ইনকাম কম আসে।
তারপরেও যদি ১ মিলিয়ন ভিউস থেকে ইনকামের পরিনাম হিসেব করতে চান, তবে ধরে নিতে পারেন ১ মিলিয়ন ভিউসে 500$-550$ ডলার ইনকাম হয়। বাংলা টাকায় যার পরিমান দাঁড়ায় ৪২৭৮২৳-৪৭০৭২৳ টাকা।
0 মন্তব্যসমূহ