অনেক ইউটিউবার নিজেরা ভিডিও না বানিয়ে অন্যের চ্যানেল থেকে ভিডিও কপি করে অথবা, তাদের চ্যানেল অনুসরন করে হুবহু একই ধরনের চ্রানেল তইরি করে। ইউটিউবে এমন অসংখ্য চ্যানেল আছে। এই ধরনের চ্যানেল পরিনতি কি হয়, তাই জানবো আজকের ভিডিওতে। ভিডিওতে যাও্যার আগে আপনার কাছে অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন।
আপনি যদি কারো চ্যানেল হুবহু কপি করেন, তাহলে ইউটিউবের ভাষায় এটাকে বলা হয় Impersonation
বা ছদবেশ।
Impersonation হচ্ছে, যদি কারো চ্যানেলের সাথে আপনার চ্যানেলের প্রোফাইল অন্য কারো চ্যানেলের মত দেখতে, তবে এখানে একটা ব্যপার রয়েছে। যে পর্যন্ত আপনার চ্যানেলের উদ্দেশ্য অই চ্যানেলের সাথে সামঞ্জশ্য না হয়, ততক্ষন পর্যন্ত আপনার চ্যানেলটিকে Impersonation Policy তে আনা হবে না।
চলুন দেখে নেই Impersonation Policy তে কি কি বলা হয়েছে।
প্রথমেই বলা হয়েছে, আপনি অন্যকোন চ্যানেলে একই নাম দিয়ে খুললেন, তবে নামের মাঝে একটা স্পেস দিয়ে দিলেন, অথবা অই অরিজিনিয়াল চ্যানেলের নামে জিরো এর জায়গায় আপনি বুদ্ধু খাটিয়ে ও বসিয়ে দিলেন।
দ্বিতীয়ত, অন্যের রিয়েল নাম, ইউসার নেম, ইমেজ, ব্র্যান্ড, লগো, অথবা ব্যাক্তিগত তথ্য ব্যবহার করে যদি বুঝাতে চান আপনি আসল ব্যাক্তি।
তৃতীয়ত, যদি অন্য কোন চ্যানেলের সাথে আপনার চ্যানেলের Description হুবহু মিলে যায়।
চতুর্থত, কোনও ব্যক্তির নাম এবং ছবি ব্যবহার করে একটি চ্যানেল সেট আপ করা, এবং তারপরে সেই ব্যক্তি সেজে করে চ্যানেলে সামগ্রী পোস্ট করা।
নাম্বার পাচে বলা হচ্ছে, কোনও ব্যক্তির নাম এবং ছবি ব্যবহার করে একটি চ্যানেল সেট আপ করা, এবং তারপরে অন্যের ভিডিওতে কমেন্ট করে বুঝানপ চেষ্টা করানো যে, পোষ্ট অরিজিনিয়াল চ্যানেল থেকে করা হয়েছে।
নাম্বার ছয়, আপনি কারো নামে ফ্যান চ্যানেল খুলে অন্য ৮-১০টা চ্যানেলের মত ভিডিও আপলোড করলেন অথবা তাদের ভিডিও Re-upload করলেন।
নাম্বার সাতে বলছে, কোন নিউজ চ্যানেলের নামে চ্যানেল তইরি করা।
ভিডিওঃ
এবার চলুন দেখে নেই এই Community Guidelines violates হলে ইউটিউবের পক্ষথেকে কি পদক্ষেপ নেয়া হয়।
আপনি যদি ইউটিউবের পলিসি ভায়োলেট করেন, তাহলে ইউটিউব আপনার চ্যানেলের কন্টেন্ট রিমুভ করে মেইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়া হবে। প্রথম বারের মত আপনাকে সতর্ক করে দেয়া হবে। কিন্তু একই ভুল একাধিক বার করলে আপয়ান্র চ্যানেলটিতে স্ট্রাইক দেয়া হবে। যদি ৯০ দিনের চ্যানেলে মধ্যে ৩টা স্ট্রাইক আসে, তাহলে ইউটিউব চ্যানেলটিকে টার্মিনেট করে দিবে।
সুতরাং, একটা চ্যানেল তৈরি করার আগে, এই বিষয় গুলি মাথায় রাখবেন। যাতে করে আপনার চ্যানেল, অন্যকোন চ্যানেলের Impersonation না হয়। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবনে। আল্লাহ হাফেজ।
0 মন্তব্যসমূহ