নতুন ইউটিউবাররা ভিডিওকে ভাইরাল করার জন্য কত কিছু করে। ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে শেয়ার করা সহ টাকা খরচ করে ভিডিও বা চ্যানেল Promote করে। কিন্তু এসব করলেও চাহিদা অনুযায়ী ভিডিওতে ভিউ পাওয়া যায় না। একটা ভিডিও আপলোড করার পর তার সঠিল SEO করতে হয়। কিন্তু আপনি জানেন, ভিডিও আপলোড করার আগে খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং রয়েছে, যেটা না করার কারনে আপনার ভিডিও Quality এবং Topic ভাল হওয়া সত্যেও ভিডিও ভাইরাল হবেনা। চলুন দেখি সেই সেটিং কি এবং কেনো এতো গুরুত্বপূর্ন।
চ্যানেলের জন্য ভিডিও তৈরি করা হয়ে গেলে, সেই ভিডিওকে এডিট করেন। দর্শকদের বোঝার সার্থে ভিডিওতে নানা রকম Eliments, সুন্দর দেখার জন্য ভাল Color grading, intro, out-tro, subscribe এসব ভিডিওটা তে এড করা হয়। এডিটিং শেষ হলে যখন ভিডিও Export/render করা হয় তখন ভিডিও এর একটা নাম Auto generate বা সয়ংক্রিয়ভাবে নাম থেকে যায়। যা হতে পারে যে Software অথবা App দিয়ে ভিডিও এডিট করেছেন সেই Software বা App এর নামে। খুব কম ইটিউবার আছে, যারা এই বিষয়টা খেয়াল করে।
আপনি যখন এই ভিডিওটা আপনার চ্যানেলে আপলোড করবে তখন File name হিসেবে ভিডিও সেই নামে আপলোড হবে। যদিও ভিডিওর Title, description, tags, thumbnail এ লেখা হয় ভিডিওর বিষয়। এখন আপনার প্রশ্ন আসতে পারে,এখন সমস্যা কোথায় হয়?
সমস্যা হচ্ছে, আপনার ভিডিওর file name যখন অন্যকোন নামে আপলোড দেয়া হয় এবং Title এ ভিডিওর টপিক, তখন ইউটিউব Algorithm দ্বীধায় পরে যায় সেই ভিডিওর বিষয় বুঝতে।আর তাই সঠিক দর্শকদের কাছে ভিডিও পৌছে না। যার কারনে ইউটিউবে এমন মিলিয়ন মিলিয়ন ভিডিও বছরের পর বছর ধরে ভিউ না হয়ে পরে আছে। তাই ভিউ পেতে হলে ভিডিও যে বিষয়ের উপর বানিয়েছেন, এডিটিং করার তার সাথে সম্পর্কিত নাম দিয়ে ভিডিও ফাইল সেভ করেন।
0 মন্তব্যসমূহ