নতুন ইউটিউবার হিসেবে আমাদের বড় একটা চিন্তার জায়গা হচ্ছে চ্যানালে দর্শক নিয়ে আসা, এবিং তাদের দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করানো। খুব দর্শন ভিডিও দেখে চ্যানেলে সাবস্ক্রাইব করে। তাদের সাবস্ক্রাইব পেতে হলে কন্টেন্ট কোয়ালিটি ভাল করাসহ ভাল ভাল টপিক এবং দর্শকদের চাহিদা মত ভিডিও তৈরি করতে হয়।
কিন্তু যে সকল দর্শকদের কাছে আমাদের ভিডিও পৌছে না, তাদের কিভাবে চ্যানেলে নিয়ে আসবো, এবং সাবস্ক্রাইব করাবো? এই কাজটা কিন্তু মোটেও সহজ নয়। আবার কিছু Strategy জানা থাকলে কজুব বেশি কঠিনও হবে না। আজকে এমন এক Strategy শেয়ার করবো, যার মাধ্যমে আপনার চ্যানেলের ভিডিওটা যে সকল দর্শকদের কাছে পৌছায় না এবং যারা আপনার ভিডিও কখনই দেখেনি বা দেখেনা, তাদের কিভাবে আপনার চ্যানেলে নিয়ে আসবেন।
বন্ধুরা এর জন্য আপনারদের পপুলার চ্যানেল গুলুর প্রতি নজর রাখতে হবে। তাদের ভিডিওতে যেতে হবে এবং তাদের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে। সুন্দর কমেন্ট বলতে যেই চ্যনেলের ভিডিওতে আপনি কমেন্ট করবেন, সে চ্যানেল বা ভিডিওর সর্বাধিকারীকে উদ্দ্যেশ্য করে নয়। বরং সেই ভিডিওতে অন্য যে সকল দর্শক কমেন্ট করেছে তাদের আপনার চ্যানেলের প্রতি আকৃষ্ট করতে।
কিভাবে তাদের আকৃষ্ট করবেন। আপনি যে ভিডিওতে কমেন্ট করবেন, সেই ভিডিওতে অন্যান্য দর্শকেরা বিভিন্ন বিষয় জানতে অনেক প্রশ্ন করে থাকে। আপনি সাজিয়ে গুছিয়ে তাদের প্রশ্নের দিন। দেখবেন, আপনার উত্তর যদি সন্তোষজনক হয়, তারা আপনার চ্যানেল অবশ্যই ভিজিট করবে। আর আপনার ভিডিওগুলো যদি তাদের ভালো লাগে তাহলে তারা আপনার চ্যানেলের সাবস্ক্রাইব করবে এবং আপনার চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে যাবে।
ভিডিওঃ
সতর্কতাঃ কমেন্ট করার সময় মনে রাখবেন ইউটিউব এর কিছু কমিউনিটি গাইডলাইন আছে। যেগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। তা না হলে আপনার শরীর কমেন্ট আকে স্থান হিসেবে ধরা হবে এবং আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে।
0 মন্তব্যসমূহ