আরও পড়ুনঃ সঠিকভাবে ভিডিওর ডেস্ক্রিপশন লেখার নিয়ম
অর্থাৎ আপনার ভিডিও কতজন মানুষের কাছে পৌছালো।
একটা উদাহরন দিলে বুঝবেন, মনে করুন আপনার চ্যানেলের impression দেখলেন 90 হাজার। তার মানে ৯০ হাজার মানুষের কাছে আপনার ভিডিও পৌছেছে।
বিঃদ্রঃ কোন ইউটিউব চ্যানেল যদি freeze হয়ে যায় তাহলে ভিডিওর impression এক জায়গায় দাঁড়িয়ে যায়। ইউটিউ চ্যানেল freeze হয়েছে কিনা জানতে এখানে ক্লিক করুনঃ চ্যানেল freeze হলে বুঝবেন কিভাবে?
এটাতো গেলো impression। এবার আসি ৯০ হাজার impression ধরলে ভিডিওতে কয়জন ক্লিক করেছে সেটা কিভাবে বুঝবেন? এটা বোঝার জন্য impression এর পরেই "impression click-through rate" নামে একটা সেকশন পাবেন। এখানে যদি শতকরা যত % দেখাবে তত % মানুষ impression এর মাধ্যমে ভিডিওতে ক্লিক করেছেন।
উপরের ছবিতে দেখতে পাচ্ছেন impression 13,507। এর অর্থ হলো 13,507 জন দর্শকের কাছে ভিডিও পৌছানো হয়েছে।
Impression click-through rate 12%। অর্থাৎ 13,507 impression 12% দর্শক ভিডিওতে ক্লিক করেছে।
আশা করি বুঝতে পেরেছেন।
0 মন্তব্যসমূহ