চ্যানেল Freeze হলে কিভাবে বুঝবেন | Androis Teacher

চ্যানেল Freeze হলে কিভাবে বুঝবেন | Androis Teacher

চ্যানেল freeze হয়ে যাওয়া, মানে ইউটিউব চ্যানেলে ভিউ থেমে থাকা। আপনার চ্যানেলের ভিউ যদি না আসে তাহলে বুঝতে হবে ইউটিউব আপনার চ্যানেল freeze করে দিয়েছে।

যদি আপনার চ্যানেলে freeze হয়ে যায় তাহলে আপনি কিভাবে বুঝবেন।

How to know chennel freeze


চ্যানেলে freeze হয়েছে কি না সেটা জানার বোঝার জন্য আপনার ভিডিওর দিকে তাকালেই হবে। মানে আপনি নিয়মিত ভিডিও আপলোড দিয়ে যাচ্ছেন অথচ ভিউ পাচ্ছেন না। তার মানে আপনার চ্যানেলটি freeze করে দেয়া হয়েছে।

এবার আসুন দেখি, কিভাবে যাচাই করবেন আপনার সখের চ্যানেল freeze কিনা।

প্রথমে YT creator app এ আসুন। এরপর সেখানে থ্রি-লাইন এ ক্লিক করে Analytics এ যান।






সেখান থেকে Reach এ যাবেন।



এবার এখানে Impression এ লক্ষ করুন


উপরের ছবিতে impression দেখতে পাচ্ছেন 13,507। এবার আপনার চ্যানালের impression লক্ষ করুন এবং ২-৩দিন পর আবার দেখুন। যদি চ্যানেলের impression না বাড়ে বুঝতে হবে ইউটিউব আপনার চ্যানেল freeze করে দিয়েছে। নিশ্চিত হওয়ার জন্য আরও ৪-৫ দিন পর আবার impression পরিক্ষা করুন। যদি impression অপরিবর্তিত থাকে তাহলে নিশ্চিত হতে হবে আপনার চ্যানেলে freeze করে দেয়া হয়েছে।
Impression বিষয়টা বিস্তারিত বুঝতে ক্লিক করুনঃ Impression কি? Impression click-througj rate কি?



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ