এই ভুল করলে ভিডিওতে কখনই ভিউ আসবে না।

এই ভুল করলে ভিডিওতে কখনই ভিউ আসবে না।

ইউটিউবের Community guidelines কতটা কঠিন করা হয়েছে, নিজে না পড়লে কখনও জানতেই পারবেন না। চ্যানেলে খোলা থেকে শুরু করে একটা চ্যানেলে চালিয়ে যাওয়ার ক্ষেত্রে শত শত guidelines মেনে চলতে হয়। আজকে আপনার সাথে এমন গুরুত্বপূর্ণ কথা শেয়ার করবো, যে ভুলটা নতুন এবং পুরাতন ইউটিউবা উভয় করে থাকে। তবে নতুনদের দ্বারাই এই ভুলটা বেশি হয়।


reasons of video views down


নিজের ভিডিও নিজে দেখা। নতুন ইউটিউবার যারা তারা যখন চ্যানেলে ভিডিও আপলোড করে, তখন ভিউ এবং ওয়াচটাইম বাড়াতে নিজেদের ভিডিও বার বার দেখে। মানে নিজের মোবাইলে অনেকগুলু একাউন্ট দিয়ে সাবস্ক্রাইব করে অই একাউন্ট দিয়ে ভিডিও দেখতে থাকে। আবার কম্পিউটারে একাধিক TAB এ নিজেদের ভিডিও চালিয়ে রাখে। দেখুন, আপনি যখন নিজের ইউটিউব চ্যানেল কোন ডিভাইসে হোক সেটা মোবাইল বা কম্পিউটারে একবার লগ ইন করেন, ইউটিউব এলগোরিদম আপনার সেই IP Address সব সময় নিগ্রানিতে রাখে। অর্থাৎ অই ডিভাইসে ভিডিও বার বার দেখা হলে ইউটিউব এলগোরিদম বুঝে যায় এটা আপনি করছেন।

তাহলে নিজের ভিডিও বার বার দেখলে কি হয়?

নিজের ভিডিও যখন বার বার দেখতে থাকবেন ইউটিউব আপনার ভিডিও low quality playbacks এ listed করে দিবে এবং চ্যানেলের ভিউস Freeze করে দিবে। এর মানে হলো ইউটিউব আপনার ভিডিও suggested list এ পাঠাবে না। আর ইউটিউব যদি ভিডিও suggested  list. এ না পাঠায় ভিডিওতে কখনই ভিউস আসবে না। এটা কিন্তু শুধু মাত্র সেই ভিডিওর বেলায় হবে তা না, আপনার পুরু চ্যানেলের ভিউস Freeze করে দিবে।

চ্যানেল freeze হয়েছে কিনা কিভাবে বুঝবেনঃ চ্যানেল Freeze হলে কিভাবে বুঝবেন

ভিউস Freeze হলে কি করবেন?

এবার যদি আপনার চ্যানেলের ভিউ freeze হয়ে যায়, তাহলে সেই চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে আর কোন লাভ হবে না। হ্যা, আপনি যেটা করতে পারেন, আরেকটা নতুন চ্যানেলে খুলে আবার নতুন করে অই ভিডিও  ডাউনলোড করে নতুন চ্যানেলে আপলোড করতে পারেন।

কি, বুঝতে পারলেন তো, নিজের ভিডিও দেখা কতটা মারাত্মক ভুল? এটা কিন্তু কপিরাইট স্ট্রাইক থেকেও বিপদজনক। কারন কপিরাইট স্ট্রাইক খেলে চ্যানেলে ভিউসের উপর কোন প্রভাব পরে না। আপনাকে ৯০ দিন সময় দেয়া হয় নিজেকে সুধ্রে নিতে। আপনি যদি জানতে চান একটা চ্যানেলে কি কি কারনে  কপিরাইট স্ট্রাইক আসে তাহলে এখানে ক্লিক করুনঃ কি করলে চ্যানেলে কপিরাইট আসে?



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ