আপনার চ্যানেলে যদি কপিরাইট ক্লেইম আসে সেটা কিন্তু চ্যানেলের জন্য ভালো।
প্রথমে পরিস্কার হওয়া যাক কপিরাইট স্ট্রাইক কি?
কপিরাইট স্ট্রাইক হলো আপনি যদি কারো কনটেন্ট অনুমতি না নিয়ে ব্যবহার করেন, তখন ইউটিউব অই অরিজিনিয়াল creator এর কাছে একটা মেইল পাঠাবে। সে মেইল পড়ার পর original চ্রেয়াতর ইউটিউবকে একটা রিপোর্ট করে এবং আপনার ভিডিও ডিলিট কতে দেয়ার পাশাপাশি আপনার চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক দেয়া হয়। ৯০ দিনের মধ্যে যদি আপনার চ্যানেলে ৩টা স্ট্রাইক আসে তাহলে ইউটিউব আপনার চ্যানেলটি Terminate বা remove করে দেয়।
এবার আসুন দেখি কি কি কারনে চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসে। প্রধানত ৫টি কারনে আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসতে পারেঃ
১) video: আপনি যদি এমন কোন চ্যানেলের ভিডিও নিজের চ্যানেলে ব্যবহার করেন, যে চ্যানেলের ভিডিও original creator দ্বারা protect করা, তাহলে কপিরাইট স্ট্রাইক আসতে পারেন।
২-৩) Audio: যদি এমন কোন audio/music/sounds/sound effect নিজের ভিডিওতে ব্যবহার করে যেগুলু মূল মালিকের দ্বারা protect করা তাহলে অই মূল মালিক আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিতে পারে।
<এছাড়াও, যদি কারো ভিডিওর screenshot ব্যবজার করেন এবং কারো ভিডিওর thumbnail নিজের ভিডিওতে ব্যবহার করেন তাহলেও আপনার ভিডিওতে কপিরাইট আসতে পারে।
এবার যদি আপনার ভিডিওতে কপিরাইট আসে তাহলে করণীয় কি?
কপিরাইট স্ট্রাইক আসলে কি করতে জানতে পড়ুনঃ ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসলে করনীয় কি?
0 মন্তব্যসমূহ