আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে কপিরাইট স্ট্রাইক সম্পর্কে নতুন করে কিছু বলতে হবে না। সহজ কথায়, আপনি যদি অন্যের তৈরি করা কোন কন্টেন্ট নিজের ভিডিওতে ব্যবহার করেন তাহলে ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসতে পারে।
তারপরেও যদি কপিরাইট কেনো আসে সেটা বিস্তারিত জানতে চান তবে এখানে ক্লিক করে পড়ুনঃ কি করলে চ্যানেলে কপিরাইট আসে?
যদি পড়া হয়ে থাকে কপিরাইট স্ট্রাইক কেনো আসে তাহলে এবার দেখে নিন, যদি আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসে তাহলে করনীয় কিঃ
১) যদি আপনার চ্যানেলে ১ম কপিরাইট স্ট্রাইক আসে তাহলে আপনাকে তেমন কিছু করতে হবে না। যখন কোম চ্যানেলে স্ট্রাইল দেয়া হয় তখন সেই স্টাইক ৯০ দিন পর্যন্ত একটিভ থাকবে। সুতরাং ৯০ দিনে স্ট্রাইক আসার মত আর কোন ভিডিও আপলোড দিবে না। আপনার অরিজিনিয়াল কন্টেন্ট আপলোড দিন। ৯০ দিন পর এমনি স্টাইক expired হয়ে যাবে বা উঠে যাবে।
২) যখম চ্যানেলে স্ট্রাইক দেয়া হয় তখন সেটা এমেইলের মাধ্যমে জানিয়ে দেয়া হয়। সেই ই-মেইলে উল্লেখ্য করা থাকে কার কনটেন্ট ব্যবহার করার ফলে আপনি স্ট্রাইক উপহার পেয়েছেন। চ্যানেলের নামও উল্লেখ্ করা থাকে। তাই আপনি সেই চ্যানেলের মালিকের সাথে negotiate করতে পারেন এমন ভুল আপনার দ্বারা আর কখনও হবেনা অনুরোধ করতে পারেন৷ তিনি যেনো আপনার স্ট্রাইক তুলে নেয়।
৩) যে ভিডিওতে স্টাইক এসেছে, সেই ভিডিও যদি আপনার হয় তাহলে আপনি counter notification করতে পারেন। এক্ষেত্রে আপনার নির্ভুল তথ্য-প্রমাণ ইউটিউবকে দেখাতে হবে। কিন্তু, কিন্তু, কিন্তু, আপনার না হলে এই পদ্ধতিতে যাওয়ার কোন প্রশ্নই আসে না বা যাওয়ার চিন্তাও করবেন না। কারন কোন চ্যানেলে স্ট্রাইক দেয়ার ইউটিউব সেই ভিডিওর আসল মালিক সম্পর্কে ২০০% নিশ্চিত হয়েই আপনার চ্যানেলে স্ট্রাইক দিবে।
শেষে দিকে একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। অনেকের মাঝে একটা ভুল ধারনা আছে, যে ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসে সে ভিডিওটা ডিলিট করে দিলে স্ট্রাইক চলে যায়। কখনই না, ভিডিও ডিলিট করলে স্ট্রাইক থেকে যাবেই।
0 মন্তব্যসমূহ