ইউটিউবের ২টা সেটিংস-সাবস্ক্রাইবার বাড়বেই

ইউটিউবের ২টা সেটিংস-সাবস্ক্রাইবার বাড়বেই

 যারা নতুন ইউটিউবার আছেন, তাদের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানো। নতুন ইউটিউবার যখন কোন ভিডিও আপলোড দেন, তখন তারা মনে করে বেশি করে ভিডিও আপলোড দিলেই হয়তো ভিউ, ওয়াচ টাইম ও সাবস্ক্রাইবার পাওয়া যাবে। এই ধারনা একে বারেই ভুল। ঠিক এই ভুল ধারনার কারনেই তারা সাবস্ক্রাইবার পাচ্ছে না।

How to increase subscribers


কিন্ত যদি নিয়ম মেনে ভিডিও আপলোড দেয়া হয় তাহলে চ্যানেলে সাবস্ক্রাইবার আসবেই। চলুন দেখে নেই এই গুরুত্বপূর্ণ সেটিংস দুইটা কি কি।

১)  এই সেটিংস ভিডিও আললোড করার সময় করতে হয়। আপনি যখন নতুন কোন ভিডিও আপলোড দিবেন তখন ইউটিউবকে জানাতে হবে আপনার ভিডিও কাদের জন্য বানিয়েছেন, কার কাছে পৌছাবে। তো এই সেটিং করার জন্য ভিডিও আপলোড দেয়ার সময় License and Distribution নামে একটা সেকশন পেয়ে যাবেন। Distribution এ ২টা আপশন আছে, Everione ও monetization platform । monetization  platform মানে হচ্ছে, যেখানে শুধু বিজ্ঞাপন প্রদর্শন করে আপনার ভিডিও সেখানে দেখাবে, Everyone দিলে সকল Platform এ আপনার ভিডিও দেখাবে। তাই ভিডিও আপলোড করার সময় অবশ্যই Everyone দিয়ে আপলোড করুন।

How to increase subscriber

আরো পড়ুনঃ ভিডিওতে কপিরাইট আসলে কি করবেন?

⚠️Caution:  একবার ভিডিও আপলোড হয়ে গেকে এই অপশনটি আর পরিবর্তন করা যায় না।

২) পুরু ভিডিওতে সাবস্ক্রাইবার অপশন রাখা। যখন দর্শকরা আপনার ভিডিও দেখবে তখন যেনো তারা আপনার সাবস্ক্রাইবার আইকন দেখতে পায়। এই সাবস্ক্রাইবার আইকন আপনারকে আপয়ান্র চ্যানেলের settings এ গিয়ে অন করে দিয়ে হবে। চেষ্টা করবেন আইকন হিসেবে  subscribe লিখার সুন্দর একটা png formate এর ছবি এড করতে। এই সাবস্ক্রাইব আইকন থাকে যখন ভিডিও play  করা হয় তখন ভিডিওর নিচে হাতের ডান পাশে নিচের দিকে। তাহলে দর্শকরা বুঝবে আপনি তাদের কাছে সাবস্ক্রাইব কামনা করছেন।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ