মনিটাইজেশনের নতুন আপডেট | Android Teacher

মনিটাইজেশনের নতুন আপডেট | Android Teacher

কিছু দিন পর পরই ইউটিউব তাদের Partner program বা Monetization এ নতুন নতুন Criteria যোগ করছে। এই যেমন কয়েকদিন আগে যোগ করা হয়েছে, মনিটাইজেশন আবেদন করার ক্ষেত্রে community guideline strike। অর্থাৎ,  কোন ইউটিউব চ্যানেলে যদি active community guideline strike থাকে, তবে সেই চ্যানেল মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবে না।


Youtube monetization condition

 তারই ঠিক কয়েকদি মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে জুরে দিলো নতুন আরেক শর্ত। মূলত এই শর্তটা ইউটিউবারদের সুরক্ষার জন্য। হর হামেশাই দেখা যায় বিভিন্ন ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যায়। তাই ইউটিউবারদের চ্যানেলের কথা চিন্তা করে ইউটিউব তাদের মনিটাইজেশন পলিসিতে 2 step verification চালু করে দিয়েছে।তাই আপনার চ্যানালের হ্যাক হওয়া থেকে বাচাতে চাইলে এখনই 2 step verification চালু করে রাখুন। এছাড়া আলনার কোন উপায়ও নেই। কারন এই সেটিং করা ছাড়া কোন ইটিউবার মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবে না। 

তবে তার চেয়ে বড় কথা হচ্ছে আপনার চ্যানেলের সুরক্ষার দায়িত্ব কিন্তু আপনারই। তাই এখনই চালু করে নিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ