ইউটিউব থেকে যেভাবে Translation Save করবেন।

ইউটিউব থেকে যেভাবে Translation Save করবেন।

ইউটিউবে ভিডিও দেখার সময় সেই ভিডিওর বেগ্রাউন্ডে যে কথা বা ভয়েস ওভার থাকে, সেটা বিভিন্ন সময় আমাদের সেভ করে রাখতে হয়। কিন্তু ভিডিও থেকে কিভাবে Translation Save করতে হয় তা অনেকেরই অজানা। কিন্তু প্রয়োজনে কিভাবে Translation Save লেখা হিসেবে সেভ করবেন।

How to save yyoutube video transaltion


প্রথমে যে ভিডিও ভয়েস ওভার লেখা হিসেবে সেভ করতে চান সেই ভিডিওখানা চালু করুন।

এবার ভিডিওর নিচে Save, Share এর পাশের Three Dots (⋯) দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন।


তারপরও Open Transcript এ ক্লিক করুন।



ক্লিক করার পর ভিডিওর ডান পাশে Translation এর একটা অপশন চলু হবে। ভিডিও প্লে করা থাকলে ভয়েস অভারের সাথে সাথে Translation লেখাগুলুও ভিডিওর সময় অনুযায়ী Animated আকারে দেখাবে। এখান এখান থেকে সম্পূর্ন ভিডিওর Translation কপি করে যেকোন জায়গায় পেষ্ট করে রাখতে পারেন এবং আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন।


  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ