ইউটিউবে Cover song বানিয়ে ইনকাম করুন

ইউটিউবে Cover song বানিয়ে ইনকাম করুন

Cover song, মানে অন্য কারো গান নিজের গলায় গাওয়া।

ইউটিউব থেকে উপার্জন করার জন্য বড় গায়ক অথবা বড় বা ফেমাস কোন ইউটিউব চ্যানেল ভিডিও আপনি যদি আপলোড করেন তাহলে আপনার সে ভিডিওতে কপিরাইট স্ট্রাইক বা ক্লেইম আসবে। কিন্তু তারপরেও আপনি তাদের ভিডিও দিয়ে ইনকাম করতে পারবেন।

Earn money by cover song

আরও পড়ুনঃ ইউটিউব সর্টস ভিডিও বানিয়ে মাসে হাজার টাকা ইনকাম করুন

কিভাবে?

মনে করুন T-series এর কোন আপনার চ্যানেলে আপলোড করার সাথে সাথে স্ট্রাইক খাবেন। কিন্তু তাদের চ্যানেলে প্রচুর গান অনেকে নিজের গলায় গেয়ে তাদের ব্যাক্তিগত চ্যানেলে আপলোড দিয়ে ইনকাম করছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, Cover song তৈরি করলে কপিরাইট ক্লেইম আসবে কি না। Most probably না, কারন আপনার এই ভিডিওটি কিছুটা creative category তে পরে।

আপনার কন্ঠ যদি কিছুটা সুরালো হয় ও ছোট খাটো বাদ্য যন্ত্র বাজাতে পারেন তাহলে যেকোন গানের cover song বানিয়ে একটু এডিট করে নিজের চ্যানেলে আপলোড করতে পারেন। আপনি খালি গলতেও গাইতে পারেন।

আরও পড়ুনঃ 

এক্ষেত্রে আপনাকে কিছু সতর্কতা অবলম্ব করা জরুরি।

যদি বড় কোন ইউটিউব চ্যানেলের গান দিয়ে Cover Song  তৈরি করে তাহলে কপিরাইট ক্লেইমের কোন ঝামেলায় পরার সম্ভাবন খুবই কম। তবে যদি কোন ব্যাক্তির লেখা বা গাওয়া গান cover song করেন তাহলে চেষ্টা করবেন তার কাছ থেলে পার্মিশন নিতে। মনে রাখবেন আপনি চাইলে তারা দিবে।

এবার Credit নিয়ে একটু কথাঃ

কন্টণ্ট ক্রিয়েটর আপনি নিজে হলেও যেহেতু কন্টেন্ট Material অন্যের, সুতরাং ভিডিওর Description box এ অরিজিনিয়াল ক্রিয়েটরের না উল্লেখ করে দিবেন। শুধু তাই নয়, যে ভিডিও থেকে Materials সংগ্রহ করেছেন সেই ভিডিওর লিংক এবং তার ইউটিউব চ্যানেলের লিংক উল্লেখ করে দিবেন। পারলে সেই অরিজিনিয়াল Creator সম্পর্কে সুন্দর একটা ছোট বর্ননা দিবেন।

এই কাজ টুকু করতে কার্পণ্য করবেন না। কারন যার Materials ব্যবহার করছেন, সে আপনার কাছে এতটুকু প্রাপ্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ