ভিডিওতে Copyright Strike করনীয় কি?

ভিডিওতে Copyright Strike করনীয় কি?

 Android Teacher: ইউটিউব, এমন একটি ভিডিও শেয়ারিং প্লাটফর্ম যেখানে ফেসবুকের মত মানুষ নিজের দক্ষতা, সখ, শিক্ষা, অনুভূতি ইত্যাদি ভিডিও আকারে প্রকাশ করে সবার সাথে শেয়ার করে। তাই খেয়াল করলে দেখবেন, ইউটিউবের সকম ভিডিও মৌলিক। আর মৌলিক ভিডিও শেয়ার করার জন্যই ইউটিউব। এখানে অন্য কারো কনটেন্ট পুরনরায় ব্যবহার করা ইউটিউব আইনের লঙ্ঘন। এক কথায় কেউ ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে সেটা নিজের চ্যানেলে নিজের নামে আপলোড দিতে পারবে না।

How to remove youtube coptyright strike


যদি কেউ এমনটা করে তাহলে ইউটিউব থেকে  Strike দেয়া হয়।  তার মানে ভিডিওটি আপনার নিজের না। ভিডিওর প্রকৃত মালিক আপনার বিরুদ্ধে Youtube এর মাধ্যমে Copyright Strike দিয়েছে। তাই কখনও অন্যের কনটেন্ট চুরি করে নিজের নামে বা নিজের চ্যানেলে আপলোড দেয়া থেকে বিরত থাকুন। তবে নিজের ভিডিওতেও মাঝে মাঝে Copyright Strike আসে।

 এবার, যদি আপনাক্র চ্যানেলে Strike আসে তখন কি করবেন। প্রথমে আপনাকে দেখতে হবে Strick কোন ভিডিওতে এসেছে। আপনি নিজে যেই ভিডিও বানিয়েছেন নাকি অন্য কারো ভিডিও আপলোড দেয়ার ফলে এসেছে। বললাম কারন, যদি আপনার নিজস্ব তৈরি  করা ভিডিওতে আসে তাহলে উক্ত Strike এর বিপরিতে ইউটিউবের কাছে ইউটিউবের কাছে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রমাণ দিতে হবে আপনি ভিডিওর মালিক।

এবার অন্যের কনটেন্ট ব্যবহারের ফলে Strike আসলে কি করবেন। তখন সত্যিকার অর্থে অপেক্ষা ছাড়া তেমন কিছু করার থাকেনা। কারন আপনি নিজেও জানেন আপনি অন্যের ভিডিও নিজের চ্যানেলে আপলোড করেছেন। আমরা সবাই জানি ইউটিউবে পর পর তিনটা Strike আসলে চ্যানেলটি ইউটিউব থেজ্ব মুছে ফেলা হয়। তাই চ্যানালে Strike আসলে আপনাকে অবশ্যই ১ মাস অপেক্ষা করতে হবে। এক মাস পর Strike সয়ংক্রিয়ভাবে  উঠে যাবে।

তাই আমি আপয়ানকে পরামর্শ দিচ্ছি, নিযে কিছু করুন, ক্রিয়েটিভ হন,নিজের জ্ঞান প্রসারিত করে সেটা আসে তার উপর ভিডিওত তৈরি করুন। দেখবেন সফল হবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ