যে ভুল করলে ইউটিউবে মনিটাইজেশন কখনই পাবেন না

যে ভুল করলে ইউটিউবে মনিটাইজেশন কখনই পাবেন না

 ইউটিউব, প্রত্যেক কনটেন্ট ক্রিয়েটরের কাছে এক অনুভূতির নাম। প্রায় ৬০% ইউটিউবার শুধু মাত্র সখের বসে ইইটিউবিং করে থাকে। তবে তাদের চ্যানেল যখন সফলতার আলোয় আলোকিত হতে থাকে, তখন থেকে শুরু হয় চ্যানেল নিয়ে সপ্ন বোনা। ইউটিউব মনিটাইজেশন ট্রাসহোলের সিড়িটা ৪০০০ হাজার ঘন্টা ওয়াচটাইম ও ১০০০ হাজাত সাবস্ক্রাইবারে গড়া একটু বেশি উচু। তাই একটা একটা করে সেই সিড়ি পার হয়ে মনিটাইজেশনের সিড়িতে পা রাখার পর যখন মনিটাইজেশনের জন্য আবেদন করা হয়, কিছু দিন পর আপনাকে ইউটিউব থেকে একটা ইমেইল দেইয়ে বলা হলো, "Your chennel is not eligible for monetization 😭."  যদিও আপনার চ্যানেলে কোন Copyright strike, copyright claim নে এবং Youtube community guidelines ভঙ্গ করা হয়নি।

why monetization rejected.


এবার কি এমন ভুল, যেটা করলে আপনার ভিডিওতে বিজ্ঞাপন দেয়া হবে না😭?

৪ হাজার ঘন্টা ওয়াচটাইম এবং ১ হাজার সাবস্ক্রাইবার অর্জন করার জন্য আমরা খুব বড় বড় ভুল করে থাকি। নিজের ভিডিও দেখা।

ভুল গুলিঃ

একই ডিভাইজে একাধিক  গুগল একাউন্ট লগ ইন করে ভিডিও দেখা যদি আপনার মোবাইল বা ককম্পিউটারে একাধিক গুগল একাইন্ট লগ ইন করে নিজের ভিডিও দেখেন তাহলে ইউটিউবের রোবট মামা আপনাকে পাকরাও করে ফেলবে।

নিজের ভিডিও বার বার দেখা। আপনি হয়তো মনে করে  ইউটিউব এপ বা কোম ব্রাউসার দিয়ে সাইন আপ না করে নিজের ভিডিও বার বার দেখা যায়, বিষয়টা ভুল। সাইন ইন না করেও যদি নিজের ভিডিও বার বার দেখলে ইউটিউবের রোবট মামার হাতে ধরা খাবেন, মামা বুঝে যাবে আপনি একই ডিভাইস থেকে দেখছেন। কারন রোবট মামা ইন্টারনেট আইপি ট্রাক করে। সুতরাং এই ভুল করা যাবে না।

এবার আসি আপনার গোপন চালাকিতে। যদি অন্য কাওকে আপনার ভিডিও বার বার দেখতে বলেন, সেও দেখলো। ভাবতে পারেন এতেতো কোন সমস্যা নেই। আছে অবশ্যই আছে। যদি একই অন্য কোন জায়গা থেকেও আপনার ভিডিও বার বার দেখা হয় রোবট মামা বুঝে ফেলে এটা আপনার কারসাজি। তাই ওয়াচটাইম যোগ হলেও মনিটাইজেশন পাবেন না।

সুতরাং এই ভুল ধারনা থেকে বেরিয়ে আসুন। ভিউ বাড়ানোর জন্য ভিডিওর কোয়ালিটি, SEO, এসবের দিকে নজর দিন। দেখবেন ভিডিওতে এমনিই ভিউ আসবে 🥰।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ