ইউটিউবের নতুন মনিটাইজেশন আপডেট | কঠিন হয়ে গেলো মনিটাইজেশন পাওয়া

ইউটিউবের নতুন মনিটাইজেশন আপডেট | কঠিন হয়ে গেলো মনিটাইজেশন পাওয়া

গত কয়েকদিন আগে  ইউটিউব তাদের মনিটাইজেশন Partner Program এ নতুন আপডেট নিয়ে এসেছে। এখন আপনার চ্যানেলে ১ হাজার সাবস্ক্রাইবার এবং ৪ হাজার ঘন্টা ওয়াচটাইম হলেই মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না।



চলুন দেখা যাক কি সেই নতুন আপডেট।

নতুন আপডেট হচ্ছে মনিটাইজেশনের জন্য আবেদন করতে হলে আপনার চ্যানেলে ১ হাজার সাবস্ক্রাইবার এবং ৪ হাজার ঘন্টা ওয়াচটাইমের পাশাপাশি কোন Community Guidelines Strikes থাকতে পারবে না। যদি কোন Community Guidelines Strikes থাকে তবে মনিটাইজেশন পাওয়াতো পরের কথা। আপনি আবেদনই করতে পারবেন না। যদি  কোন Community Guidelines Strikes থাকে তাহলে যেটা Expired হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তারপরেই মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন।

নতুন এই আপডেটে ইউটিউব আরো জানিয়েছে, Expired হওয়া  কোন Community Guidelines Strikes এবং Copyright Strike চ্যানেলের মনিটাইজেশনের জন্য কোন সমস্যা করবে না।

তাই সচেতন থাকবেন যেনো আপনার চ্যানেলে কোন  কোন Community Guidelines Strikes না আসে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ