যে যে কারনে চ্যানেলের মনিটাইজেশন হারাতে পারেন

যে যে কারনে চ্যানেলের মনিটাইজেশন হারাতে পারেন

আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা, তার মানে এই না যে আপনি সব সময় বিজ্ঞাপন চালু থাকবে। মনিটাইজেশন পাওয়ার পর মনিটাইজেশন Policy মেনে না চললে চ্যানেলের মনিয়টাইজেশন যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে।



বিভিন্ন কারনে আপনি মনিটাইজেশন হারাতে পারেন। এর কোন একটা policy ভঙ্গ করলে ইউটিউব মনিটাইজেশন বন্ধ করে আপনার Payment আটকে দিতে পারে। চলুন যেনে নেই, কি কি কারনে মনিটাইজেশন হারাতে পারেন।

  • আপনি এমন কোন ভিডিও আপলোড দিয়েছে যে ভিডিও আসল স্বত্বাধিকারী নন।
  • অন্যের Contect আপলোড দেয়ার সময় ইউটিউনের Fair use  Policy সঠিকভানে ব্যবহা না করলে।
  • একই ভিডিও বার বার আপলোড করলে।
  • চ্যানেলের কোন ভিডিও যদি Advertiser user-friendly-content guidelines এ Policy ভঙ্গ করে। এক্ষেত্রে ইউটিউব আপনার চ্যানালের বেশিরভাগ ভিডিও যদি মনিটাইজেশন হারায়, তবে চ্যানেলের মনিটাইজেশন হারাতে পারেন।
  • এছাড়া আপনার চ্যানেল Youtube monetization policies, Toutube spam policies, Adsense Program policies অথবা YouTube terms and service লঙ্ঘন করলে।
  • যদি আপনার চ্যানেলের ভিডিও বার বার ইউটিউবের Monetization Policies ভঙ্গ করে, তাহলে স্থায়ীভাবে চ্যানেলট Disable হয়ে যেতে পারে।
তাই যারা ইউটিউবার আছেন, তাদের উচিৎ এমন কোন কিছু চ্যানেলের সাথে না করা। তাহলে আপনার Monetization হারাতে পারেন বা চ্যানেলটিও হারাতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

নামহীন বলেছেন…
if i use multiple language (Bangla,hindie,english) can i get monetize??
Android Teacher বলেছেন…
Uses Muliple labgueages will not affect your monetization.