Youtube থেকে ইনকাম করার জন্য নিজে ভিডিও তৈরি করার কোন প্রয়োজন হয় না। যদি পদ্ধতি জানা থাকে তাহলে ভিডিও নিজে ভিডিও না বানিয়েও টাকা ইনকাম করা যায়। আরো মজার ব্যপার হচ্ছে আপনার কোন কিছু শিখতেও হবে না। শুধু এই আর্টিক্যালটি অনুসরন করুন।
আরো পড়ুনঃ ছবি বিক্রি করে ইনকাম | প্রত্যেক ছবি ১৭৳
যদি Youtube এ সার্চ করেন relaxing Video, Maditation video তাহলে অনেক ভিডিও দেখতে পাবেন। ভিডিও গুলু Duration থাকে অনেক বেশি থাকে। এসব ভিডিওতে মিলিয়ন মিলিয়ন Views হয়। বিশেষ করে আমেরিকা, ইউরোপের দেশগুলু থেকে এসব ভিডিও বেশি হয়। তার মানে বুঝতেই পারছেন, বাংলাদেশের তুলনায় ইনকাম বেশি হবে। তাই আপনি যদি সপ্তাহে ৩০-৬০ মিনিটের একটা করে ভিডিও আপলোড করেন আপনার চ্যানেলের জন্য যথেষ্ট।
আরও পড়ুনঃ Software এর রিভিউ লিখে আয়
তাহলে কিভাবে ভিডিও পাবেন এবং এই ধরনের অডিও কোথায় পাবেন। ভিডিওর পাওয়ার জন্য কয়েকটা Website এর নাম লিখে দিলাম। এই সাইটে সক, ভিডিও ফ্রি।
ভিডিওর জন্য এই ২টি সাইটই যথেষ্ট।
এবার অডিও ডাউনলোড করার জন্য কোন সাইট না খুজে Youtube Music Library ব্যবহার করুন। এখানে Relaxing, Meditation, Calm লিখে সার্চ করে কয়েক হাজার Music পাবেন এবং Download করে নিন।
আরও পড়ুনঃ Movie রিভিউ লিখে মাসে 600.00$ ইনকাম
ভিডিও-অডিও সংগ্রহ করার পর কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে ভিডিও এডিটিং Software এর মাধ্যমে ১০ থেকে ১৫ মিনিটের একটা ভিডিও তৈরি করে ফেলুন। তারপর সেই ভিডিওটা Repeat করে যত সময় ইচ্ছে Duration করে দিন।
এবার একটা ইউটিউব চ্যানেল বানিয়ে নিন। ভিডিও আপলোড দেয়ার দেয়ার আগে অবশ্যই কমপক্ষে ১০ টি ভিডিও বানিয়ে নিবেন।এবং প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করবেন। এভাবে যদি আপনি নিয়মিত ভিডিও আপলোড করতে থাকেন। আপনার ভিডিওর Views হবেই। যত বেশি ভিডিও, তত বেশি ইনকাম।
আরও পড়ুনঃ Youtube এ #shorts ভিডিও বানিয়ে ইনকাম
2 মন্তব্যসমূহ