Android Teacher: Slow motion ভিডিও, আগে শুধু আমরা সিনেমাতেই দেখতে পেতাম। তবে বর্তমানে কম্পিউটার এবং মোবাইলের বদৌলতে সবাই slow motion ভিডিও তৈরি করতে পারে। এটা মানুষ শিখে নিয়েছে নিজেকে সবার কাছে অন্যভাবে তুলে ধরার জন্য। ফেসবুক ইউটিউবে নিজেদের তৈরি করা ভিডিও গুলু প্রয়োজনমত ভিডিওর motion পরিবর্তন করে। এছাড়া slow motion ভিডিও এখন সবচেয়ে বেশি জনপ্রিয় Tiktok, likee, snack video নামের short ভিডিও প্লাটফর্মে। এ ধরনের short ভিডিও Social প্লাটফর্ম গুলু উর্তি বয়সের ছেলে-মেয়েরা বেশি ব্যবহার করে। তাই নিজেদের ভিডিও এডিট করে প্রয়োজন অনুযায়ী slow motion বা Fast motion করে।
বর্তমানে যে স্মার্টফোন গুলু বের হয় তার প্রায় সব গুলুতে Default camera হিসেবে slow motion ভিডিও রেকর্ডার থাকে। কিন্তু যদি না থাকে তাহলে কোন এপের মাধ্যমে ভিডিওর motion পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে Kinemaster এপ্লিকেশনটি সেরা। Kinemaster এর সাহায্যে খুব সহজে যেকোন ভিডিওর motion slow অথবা fast করা যায়।
তবে এই এপটি আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে।
প্রথমে এডিট করার জন্য ভিডিওটি Timeline এ যুক্ত করবেন। এরপর ভিডিওটি Select করলে এডিটিং মেনুতে অনেকগুলু অপশন আসবে।
এখান থেকে Speed Select করবেন।
এবার আপনার প্রয়োজন অনুযায়ী speed কম বা বেশি করে ভিডিওটি সেভ করবেন।
2 মন্তব্যসমূহ