Youtube এ আপনার যদি চ্যানেল থাকে, তাহলে আয় করার জন্য আপনার চ্যানেলের ১ হাজার সাবস্ক্রাইবার এবং ৪ হাজার ঘন্টা Watch time লাগবে। এছাড়া আপনি কোন ভাবেই Youtube থেকে ইনকাম করতে পারবনে না। নতুন ইউটিউবারদের জন্য Youtube Monetization Trash hole পার করা অনন্ত কাল যুদ্ধে লেগে থাকার সমান।
আরো পড়ুনঃ মানুষের নাম Typing কঅরে 450$ ডলার ইনকাম
কিন্তু যদি এমন হয়, Monetization ছাড়াই ইনকাম করা যায়, তাহলে কেমন হয়?
আপনার মনে প্রশ্ন আসতে পারে, Monetization ছাড়া আবার ইনকাম করা যায় নাকি?
উত্তরঃ হ্যা, যায়। এমন একটা ভিডিও শেয়ারিং Site আছে, যেখানে ভিডিও Upload-এর সাথে সাথে ইনকাম শুরু হয়। ভিডিওতে বিজ্ঞাপন পেতে Youtube এর মত ৪ হাজার ঘন্টা Watch time এবং ১ হাজার সাবস্ক্রাইবার হওয়ার কোন প্রয়োজন নেই। Upload দেয়ার সাথে সাথেই ভিডিওতে বিজ্ঞাপন দেখানো শুরু হবে। আর বিজ্ঞাপন মানেই ইনকাম।
অনেকতো হলো, এবার সাইটের নাম বলা যাক। সাইটের নাম Dailymotion। সাইটটি দেখতে অনেকটা Youtube এর মতই। Youtube এ যেভাবে ভিডিও Upload করা হয়, Dailymotion এ ভিডিও Upload করার পদ্ধতি একই।
আরও পড়ুনঃ Youtube ভিডিও Re-upload করে টাকা ইনকাম
Dailymotion এ কিভাবে একাউন্ট খুলবেন, কিভাবে ভিডিও আপলোড দিবেন, এটা জানার জন্য ভিডিওটি দেখুনঃ
তাই Youtube এর চেয়ে Dailymotion এ ভিডিও শেয়ার করে টাকা ইনকাম করা একেবারেই সহজ। আপনি যে পরিশ্রম Youtube এ করবেন, তার কিছুটা পরিশ্রম সাইটটিতে করলে সফলতার দেখা পাবেন খুব কম সময়ে।
2 মন্তব্যসমূহ
ধন্যবাদ