আপনার ফেসবুক একাউন্টে পোষ্টে লাইক কমেন্ট আসে। কিন্তু এতে কি আপনার ইনাকম হয়?
উত্তর হবে না। পাশাপাশি প্রশ্ন আসে ফেসবুক পোষ্ট থেকে আবার ইনকাম হয় কিভাবে? হবে যদি আপনার একাউন্টে কয়েক লাখ ফলোয়ার থাকে। কিন্তু আমি আজকে এমন একটা সাইটের কথা শেয়ার করবো যে সাইটে পোষ্ট,লাইক, কমেন্ট করে ইনকাম করা যায়।
আরো পড়ুনঃ Youtube ভিডিও দেখে প্রতিদিন 5$ ইনকাম
সাইটে প্রবেশ করলেই দেখতে পাবেন অনেকে পোষ্ট করে ইনকাম করছে। প্রতি পোষ্টে কত টাকা ইনকাম হয় আপনি দেখতে পাবেন।
আরো পড়ুনঃ Google search করে প্রতিদিন 1000$ ইনাকম
একাউন্টে Sign up একদম ফ্রি। Sing up করার জন্য একটা Email এবং মোবাইল নাম্বার লাগবে। খুব সহজ পদ্ধতিতে Sign up করার পর ফেসবুক প্রোফাইল এর মত নিজের steemit প্রোফাইল সাজিয়ে নিবেন।
আপন যেকোন প্রকার পোষ্ট যে কোন ভাষায় করতে পারবেন৷ এমনকি বাংলায়ও। আপনার পোষ্টে যত লাইক কমেন্ট আসবে তত ইনকাম হবে। আপনি অন্যের পোষ্টে লাইক করবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তাহলে অন্যরা আপনাকে ফলো করে লাইক-কমেন্ট করবে। ফেসবুকে যে লেখা/ছবি পোষ্ট করেন Steemit account এ সেই পোষ্ট copy-paste করতে পারবেন। কোন Copyright claim এর ঝামেলা নেই।
আরো পড়ুনঃ ভিডিও দেখে প্রতিদিন ৩০০-৪০০৳ আয় করুন
এবার একাউন্ট সম্পর্কিত কয়েকটি নির্দেশনা।
> একটা ডিভাইস দিয়ে কেবল মাত্র একটা একাউন্ট খুলতে পারবেন।
> steemit account এর পাসওয়ার্ড অনেকগুলু Digit এর হয়ে থাকে। তাই সব সময় মনে রাখার জন্য কোথাও Copy করে রাখবেন।
এছাড়া তেমন কোন কাজ নেই। এখন থেকে আপনি পোষ্ট করবেন আর আপনার ইনকাম হবে।
🥰Happy income🥰
5 মন্তব্যসমূহ