Android Teacher: একাধিক একাউন্ট, মানে আপনি একটি ইমু App-এ একাধিক মোবাইলে নাম্বার দিয়ে একাধিক আইডি ব্যবাহার করতে পারবেন। এতো দিন পর্যন্ত এই সুবিধাটা Messenger দিয়ে থাকলেও কিছু দিন আগে ভিডিও কলিং এপ ইমু তাদের ইউসারদের জন্য নতুন এই ফিচারটি চালু করেছে। এতে করে একই মোবাইলে একটি ইমু এপের মধ্যে একাধিক মোবাইল নাম্বার দিয়ে ইমু একাউন্ট যোগ করতে পারবে। এর ফলে যাদের একের অধিক ইমু আইডি ব্যবহার করা প্রয়োজন হয় তাদের App Clone ব্যবহার করতে হবে না। শুধু মাত্র Account Switch (🔄) করার মাধ্যমে খুব সহজে এক একাউন্ট থেকে অন্য একাউন্ট Log in করতে পারবে।
যেভাবে একাধিক আইডি যোগ করবেনঃ
➤ প্রথমে আপনাকে ইমু এপটি Update দিয়ে দিন, Update না দিলে এই ফিচার খুজে পাবেন না।
➤ আপনার ইমু আইডিতে প্রবেশ করুন
➤ বাম পাশে উপরে নিজ প্রোফাইল আইকনে ক্লিক করুন
➤ এবার আপনার প্রোফাইল ফটো, নাম এবং নাম্বারের নিচে "Switch Account" নামের নতুন একটি খুজে পাবেন এখানে ক্লিক করুন।
➤ পরের পেজে বর্তমান একাউন্ট দেখাবে, যার নিচে লিখা থাকবে "Add Account"।
➤ "Add Account" এ ক্লিক করলে ইমু নতুন আইটি খোলার সময় যেরকম পেজ আসে ঠিক সেই রকক একটা পেজ Open হবে। এবার যে নাম্বার দিয়ে নতুন একাউন্ট যোগ করতে চান সেই নাম্বার দিন। নাম্বারে OTP Code বসিয়ে দিন।
ব্যস কাজ শেষ, এখন থেকে আপনি একাধিক আইডির মালিক হয়ে গেলে।
উপভোগ করুন।
বিস্তারিত ভিডিওঃ
0 মন্তব্যসমূহ