পণ্যের রিভিউ করে ইউটিউব থেকে উপার্জন

পণ্যের রিভিউ করে ইউটিউব থেকে উপার্জন

ইউটিউবে আপনি সকল শ্রেনীর ভিডিও পাবেন। ইউটিউব বিনোদন থেকে শুরু করে রান্না ঘর পর্যন্ত নিজের একটা স্থায়ী বসত গড়ে তুলেছে। অনেক ইউটিউবার বিভিন্ন শ্রেণীতে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড দিয়ে ইনকাম করছে। আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন তাহলে আপনার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। প্রথম দিকে আপনার চ্য্যানেল কি ধরনের হবে সেটা নিয়ে যদি দ্বিধায় থাকেন, তবে আমি আপনাকে এক কথায় বলবো আপনি প্রোডাক্ট বা সেবার রিভিউ নিয়ে ভিডিও তৈরি করুন। কারন?
Make money by making product review videos



মনে করুন আপনি একটা মোবাইল ফোন কিনবেন। তো, যে মডেলের মোবাইলে কিনবেন সেটা সম্পর্কে নিশ্চয়ই আপনি আগে থেকে খোজ খবর নিয়ে রেখেছে। না জেনেতো আর কিনবেন না। শুধু মোবাইল কেনো, সকল পণ্য বা সেবা নেয়ার আগে সেটা সম্পর্কে ইউটিউব থেকে সে পণ্য বা সেবার সমস্ত তথ্য সংগ্রহ করে। তাই আপনি ইউটিউবে সার্চ করলে দেখবেন যে সব ভিডিওতে প্রোডাক্ট রিভিউ করা হয় সেই ভিডিওর ভিউ বেশি হয়।

এবার আপনি ভাবতে পারেন প্রোডাক্টের রিভিউ করতে গেলে সে প্রোডাক্ট হাতে থাকতে হবে এবং নিজেকে ক্যামেরার সামনে আনতে হবে। না, বিষয়টা এমন নয়। প্রোডাক্ট রিভিউ করার জন্য সেই প্রোডক্ট আপনার হাতে থাকতে হবেনা এবং আপনাকেও ক্যামেরার সামনে এসে কথা বলতে হবে না।

মনে করুন samsung  A750 এর রিভিউ করবেন। প্রথমে গুগল এ সার্চ করবেন samsung  A750 specifcation।  যেকোন ওয়েবসাইটে ঢুকে specification বের করবেন। এবার মোবাইলের বক্স, বিভিন্ন Angel এ ছবি বের করবেন। তারপর specification audio রেকর্ড করে ভয়েস ওভার তৈরি করে ছবি দিয়ে সুন্দর একটা ভিডিও এডিট করে ফেলুন। 
শেষ কাজ, সুন্দর একটা Thumbnail বানিয়ে Youtune এ আপলোড করে দিন। এভাবে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ বানিয়ে আপলোড করে খুব সহজে আয় করতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

নামহীন বলেছেন…
Valo aidiya
নামহীন বলেছেন…
আসসালামু আলাইকুম ভাই,,,,আমি খুব হতাশ ছিলাম। আজ আপনার এই বিষয়টি আমাকে উৎসাহিত করেছে।